For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলায় 'ডাহা ফেল' মধ্যস্থতাকারীরা, ৬ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে শুরু শুনানি

বৃহস্পতিবার অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারীদের প্যানেল গোপনে রিপোর্ট জমা দেয়। এদিন শুক্রবার আদালত জানিয়ে দিয়েছে, কোনও রফাসূত্র বের করতে পারেননি তিন মধ্যস্থতাকারীর প্যানেল।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারীদের প্যানেল গোপনে রিপোর্ট জমা দেয়। এদিন শুক্রবার আদালত জানিয়ে দিয়েছে, কোনও রফাসূত্র বের করতে পারেননি তিন মধ্যস্থতাকারীর প্যানেল। ফলে অযোধ্যা রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক মামলায় আগামী ৬ অগাস্ট থেকে শুনানি শুরু হবে।

অযোধ্যা মামলায় ডাহা ফেল মধ্যস্থতাকারীরা, ৬ অগাস্ট থেকে সুপ্রিম কোর্টে শুরু শুনানি

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছে, প্রতিদিন শুনানি হবে এই মামলায়। হিন্দু ও মুসলমান দুই পক্ষই ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন করেছে। যেখানে হিন্দু ও মুসলমান দুই পক্ষই বিরোধিতা করেছে।

বৃহস্পতিবার মধ্যস্থতাকারী প্যানেল সুপ্রিম কোর্টের কাছে গোপন খামে রিপোর্ট জমা করে। সেই প্যানেলে ছিলেন প্রাক্তন বিচারপতি কলিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর ও সিনিয়র অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু।

সেখানেই তাঁরা নাকি জানিয়েছেন, কোনও মধ্যস্থতায় পৌঁছনো সম্ভব হয়নি। ফলে এখন আলাদা করে কোনও চেষ্টা করা হয়নি।

সবমিলিয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন আদালতে জমা পড়েছে। সেখানে বলা হয়েছিল ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লল্লার মধ্যে ভাগ করে দিতে হবে।

প্রসঙ্গত ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ষোড়শ শতকে মীর বাকি এই মসজিদ তৈরি করেন। যা করসেবকরা ভেঙে ফেলেন বলে অভিযোগ।

[আরও পড়ুন: উন্নাওয়ের নির্যাতিতার চিকিৎসা চলবে লখনউয়ে, মেনে নিল সুপ্রিম কোর্ট ][আরও পড়ুন: উন্নাওয়ের নির্যাতিতার চিকিৎসা চলবে লখনউয়ে, মেনে নিল সুপ্রিম কোর্ট ]

English summary
No Mediation in Ayodhya case, Supreme Court to hear from 6th August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X