For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আসেনি, বিধায়ক পদ ছেড়ে সাংসদ-ই থাকবেন অখিলেশ

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ আসেনি, বিধায়ক পদ ছেড়ে সাংসদ-ই থাকবেন অখিলেশ

  • |
Google Oneindia Bengali News

৪৭ থেকে ১১১, আসন সংখ্যা বাড়লেও উত্তরপ্রদেশে সরকার গড়া থেকে অনেকটাই দূরে থাকল সমাজবাদী পার্টি। যদিও করহল থেকে আশা মতোই জিতেছেন অখিলেশ। এর আগে আজমগড়ের সাংসদ পদেও রয়েছেন সপা প্রধান। স্বাভাবিকভাবেই অখিলেশকে এখন বেছে নিতে হবে তিনি বিধায়ক থাকবেন নাকি সাংসদ। দলের এক শীর্ষ নেতার কথায় বিধানসভা ভোট শেষ আগামী পাঁচবছর ছাড়া আপাতত বিরোধী আসনেই বসতে হবে সপাকে। কিন্তু ২০২৪ এ লোকসভা আছে, মাত্র দু'বছরের ব্যবধানে স্বাভাবিকভাবেই সাংসদ হিসেবে কাজ চালিয়ে যাবেন অখিলেশ। যদিও দলের পক্ষ থেকে কিেবা অখিলেশ নিজে এখনও সেরকম কোনও বক্তব্য রাখেননি৷

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা আসেনি, বিধায়ক পদ ছেড়ে সাংসদ-ই থাকবেন অখিলেশ

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উত্তরপ্রদেশের সপা শীর্ষনেতা জানিয়েছেন, 'যেহেতু এবার আমরা উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ী হইনি এবং সরকার গঠন করছি না তাই দলের সভাপতির জন্য করহাল আসন ছেড়ে সাংসদ হিসেবে কাজ চালিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে৷ দলের পক্ষ থেকে এটি এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি, তবে শীঘ্রই এটি হবে। দল যথাসময়ে ঘোষণা দেবে।'

তবে উত্তরপ্রদেশের এই সপা নেতার দাবি মতো অখিলেশ যাদব যদি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন, তাহলে একটায় মানে দাঁড়ায় যে তিনি রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা হবেন না। সপা নেতা সোবরণ সিং যাদব, যিনি ২০০২, ২০০৭ ২০১২ এবং ২০১৭ বিধানসভা নির্বাচনে করহল আসন থেকে জয়ী হয়েছিলেন এবং অখিলেশ যাদবের এই বছর নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরে গিয়েছিলেন, উপনির্বাচন হলে তিনি দলের প্রার্থী হতে পারেন জানা গিয়েছে। মইনপুরীর, করহল বিধানসভা কেন্দ্রটিকে সপার ঘাঁটি বলে মনে করা হয়। মাত্র একবার ছাড়া এই আসনে কখনও হারেনি সমাজবাদী পার্টি৷

পাঞ্জাবে ঐতিহাসিক জয়, কর্নাটকে কেজরিওয়ালে দলে যোগ দিতে ইচ্ছুকরা ভিড় জমাচ্ছেপাঞ্জাবে ঐতিহাসিক জয়, কর্নাটকে কেজরিওয়ালে দলে যোগ দিতে ইচ্ছুকরা ভিড় জমাচ্ছে

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত উত্তরপ্রদেশ নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৪০৩ আসনের মধ্যে ২৫৫টি আসন জিতেছে। অন্যদিকে দ্বি-মুখী প্রতিদ্বন্দ্বিতায় তার প্রধান বিরোধী দল হিসেবে সমাজবাদী পার্টি ১১১টি আসন জিতেছে। অখিলেশ যাদব করহল আসনটি প্রায় ৬৭৫০৪ ভোটো জিতেছেন এবং পরাজিত করেছেন বিজেপির সাংসদ এসপি সিং বাঘেলকে।

English summary
no majority in the assembly, Akhilesh will remain as an MP, will leaving the post of MLA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X