For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশবাসীকে আতঙ্কগ্রস্ত করছে কংগ্রেস', রাজ্যসভায় দাঁড়িয়ে অভিযোগ জেটলির

বিরোধীদের আক্রমণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, কংগ্রেস আগে থেকেই চেঁচিয়ে মিথ্যার জাল তৈরি করে দেয়।

  • |
Google Oneindia Bengali News

কম্পিউটারে নজরদারি চালাতে ১০ কেন্দ্রীয় সংস্থাকে নিযুক্ত করছে কেন্দ্র। যা নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই বিরোধীরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধোনা করতে শুরু করেছে। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বিজেপিকে আক্রমণ করে বলেন, কেন্দ্র সরকার গোটা দেশকে নজরদারির মধ্যে রাখতে চাইছে।

নিরপরাধের ভয় নেই, কম্পিউটার নজরদারি ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ জেটলির

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব মুখ খুলেছেন। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগেছেন। আনন্দ শর্মা বলেন, গোপনীয়তার মৌলিক অধিকারের ওপরে এই আইন কুঠারাঘাত করেছে। গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় জানিয়েছে, এই নির্দেশ তার বিরোধী। সরকার গায়ের জোরে এই নিয়ম লাগু করছে।

এই প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, কংগ্রেস আগে থেকেই চেঁচিয়ে মিথ্যার জাল তৈরি করে দেয়। ২০০৯ সালে এই নিয়ম জারি ছিল। কেন্দ্র তা বলবৎ করছে বলে দাবি করেছেন জেটলি।

[আরও পড়ুন: মোদী সরকার গোয়েন্দাগিরি চালাচ্ছে কম্পিউটারে, মমতা ডাক দিলেন জনমত গঠনের][আরও পড়ুন: মোদী সরকার গোয়েন্দাগিরি চালাচ্ছে কম্পিউটারে, মমতা ডাক দিলেন জনমত গঠনের]

পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে জেটলি বলেছেন, কোনও সৎ ও নিরপরাধ মানুষের এই নির্দেশের ফলে ভয়ের কিছু নেই।

প্রসঙ্গত, দেশের দশটি কেন্দ্রীয় সংস্থাকে প্রতিটি ব্যক্তির কম্পিউটারে চাইলে নজরদারি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্র। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), সহ মোট দশটি সংস্থাকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন মোবাইল বা ইমেলের মাধ্যমে চালাচালি করা ডেটার ওপরে নজরদারি চালাত কেন্দ্রীয় সংস্থাগুলি। কেন্দ্রের এক নির্দেশিকায় এবার ব্যক্তিগত কম্পিউটারের তথ্যও খতিয়ে দেখা হতে পারে বলে নির্দেশ জারি হয়েছে।

[আরও পড়ুন:আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাবে কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা ][আরও পড়ুন:আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাবে কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা ]

English summary
'No innocent person needs to worry', Arun Jaitley attacks Congress over computer monitoring order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X