For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সেরা ২০০ নামি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠান

Google Oneindia Bengali News

বিশ্বের সেরা ২০০ নামি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠান
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : ভারতের কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নামই বিশ্বের সেরা ২০০ নামি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই। ফিনান্সিয়্যাল এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত একটি খবর অনুযায়ী, বিশ্বের অভিজ্ঞ শিক্ষাবিদরা সমীক্ষা চালান। যার ভিত্তিতে বিশ্বের সেরা ২০০টি নামি স্কুলের তালিকা প্রকাশিত হয়েছে। অথচ ভারতের কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নামই নেই এই তালিকায়।

এমনকী ভারতের জনপ্রিয় আইআইটি প্রতিষ্ঠানগুলি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর নামও তালিকায় প্রথম ২০০-র নিচে রয়েছে।

২০১৪ সালের বিশ্বের সেরা ২০০ নামি বিশ্ববিদ্যালয়ের তালিকায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই মার্কিন ও ব্রিটিশ। এই তালিকায় এশিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও তা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো দেশ। ভারতের নাম সেখানে নেই।

টাইমস হায়ার এডুকেশন এই তালিকাটি প্রকাশ করেছে য়ার নাম ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং,এর সম্পাদক ফিল বাটি জানিয়েছেন পরিস্কারভাবে ভারত এই গতির থেকে অনেক দূরে।

বাটি জানিয়েছেন, ভারতের কুলীন শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সও বিশেষজ্ঞ শিক্ষাবিদদের জরিপের নিরিখে গত বছর সেরা দুশোর তালিকায় ২০০তম স্থানে থাকলেও এবছর সে জায়গাটাও ধরে রাখতে পারেনি এই প্রতিষ্ঠান।

ভারতের নিরিখে বম্বে, দিল্লি, কানপুর আইআইটি শীর্ষে থাকলেও, বিশ্ব তালিকার নিরিখে এই প্রতিষ্ঠানগুলির সেরার তালিকায় জায়গা নেই। এর ফলে বিশ্বব্যাপী শিক্ষাবিদদের কাছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির গ্রহণযোগ্যতা কমবে।

English summary
No Indian higher education institute in global top 200 list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X