For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রাম পরিচ্ছন্ন না হলে বন্ধ মুফতের চাল! রাজ্যের প্রধানের এমন নির্দেশ ঘিরে বিতর্ক

এবার বিতর্কিত নির্দেশের জেরে বিতর্কে জড়ালেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি। স্থানীয় প্রশাসনের পরিচ্ছন্নতার সার্টিফিকেট না পেলে গ্রামবাসীদের বিনামূল্যে চাল সরবরাহ করা হবে না।

  • |
Google Oneindia Bengali News

এবার বিতর্কিত নির্দেশের জেরে বিতর্কে জড়ালেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি। স্থানীয় প্রশাসনের পরিচ্ছন্নতার সার্টিফিকেট না পেলে গ্রামবাসীদের বিনামূল্যে চাল সরবরাহ করা হবে না। শনিবার তিনি এই নির্দেশ দেন। গ্রামগুলিকে আবর্জনা মুক্ত রাখার জন্য বলা হয়েছে গ্রামবাসীদের। জানা গিয়েছে, এই নির্দেশ লাগু করার জন্য ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ওই নির্দেশে।

গ্রাম পরিচ্ছন্ন না হলে বন্ধ মুফতের চাল! রাজ্যের প্রধানের এমন নির্দেশ ঘিরে বিতর্ক

কেন্দ্র শাসিত এই অঞ্চলের বিধায়কদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিনামূল্যে চাল সরবরাহ বন্ধ রাখা হবে। যা মজুত রাখা হবে সরকারের ভাঁড়ারে।

স্থানীয় বিধায়ক কিংবা কমিউন কমিশনারকে চিঠি দিয়ে তাঁদের গ্রাম যে পরিচ্ছন্ন তা জানাতে হবে পুর কমিশনারকে। পরে সেই গ্রাম ঘুরে দেখবেন সরকারি আধিকারিকরা। তারপর সেই গ্রাম বিনামূল্যে চাল পাবে।

পুদুচেরির গ্রামীণ পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপ রাজ্যপাল। তিনি বলেছেন, গত দুবছরে গ্রামীণ পরিচ্ছন্নতার কোনও উন্নতি হয়নি বলেই জানিয়েছেন তিনি। তবে এব্যাপারে নাবার্ডকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

English summary
No Free Rice in Puducherry Till Villages Are Open-defecation Free orders Kiran Bedi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X