For Quick Alerts
For Daily Alerts
দুর্নীতিকারীদের হাতেই যেত ৮৫ শতাংশ! তীব্র ব্যঙ্গে মমতাকে জবাব দিলেন পিযুষ গোয়েল
শুক্রবার (১ ফেব্রুয়ারি) মোদি সরকারের ২০১৯-২০ সালের বাজেট পেশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দাবি করেছিলেন দেশে আর্থিক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁর এই দাবিকে নস্যাত করেছেন অর্থমন্ত্রী পিযুষ গোয়েল। তিনি পাল্টা আক্রমণ করেছেন ইউপিএ আমলের মূল্য বৃদ্ধি ও দুর্নীতির কথা তুলে।

তাঁর দাবি, মোদি সরকারের আমলে ভারতের অর্থনীতি অনেকটা এগিয়েছে। ইউপিএ আমলের কথা টেনে তিনি জানান, সেই সময়ের মতো করে যদি মূল্যবৃদ্ধি চলত তাহলে এথদিনে প্রত্যেকের গার্হস্থ্য খরচ অন্তত ৪০ শতাংশ করে বেড়ে যেত।
তিনি আরও দাবি করেন ইউপিএ আমলের মতো চললে সরকারের কাঁধে এখন এতটাই আর্থিক বোঝা থাকত কোনও বিকাশের কাজ করতে পারত না তাঁদের সরকার। বঙ্গ করে তিনি বলেন সেই সময়ের মতো যদি প্রকল্প চলত তবে দুর্নীতিকারীদের পকেটেই ৮৫ শতাংশ প্রকল্পের টাকা চলে যেত।