For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগাস্তা ওয়েস্টল্যান্ড মামলা! 'স্বস্তি' গান্ধী পরিবারে

অগাস্তা ওয়েস্টল্যান্ড নিয়ে স্বস্তিতে গান্ধী পরিবার। ইউপিএ চেয়ারপাস্তন সনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন, রোজমেরি পাত্রিজি।

  • |
Google Oneindia Bengali News

অগাস্তা ওয়েস্টল্যান্ড নিয়ে স্বস্তিতে গান্ধী পরিবার। ইউপিএ চেয়ারপাস্তন সনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন, রোজমেরি পাত্রিজি। ভিভিআইপি হেলিকপ্টার কেলেঙ্কারিতে সিবিআই হেফাজতে থাকা ক্রিশ্চিয়ান মাইকেলের আইনজীবী তিনি।

অগাস্তা ওয়েস্টল্যান্ড মামলা! স্বস্তি গান্ধী পরিবারে

দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রোজমেরি পাত্রিজি বলেন, সরকার তাঁকে গ্রেফতার পর্যন্ত করতে পারে। কেননা তিনি মাইকেলের সম্পর্কে সবকিছুই জানেন। নিজের দেশে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করতে চান বলে জানিয়েছেন তিনি।
মাইকেলের হয়ে সিবিআই-এর বিশেষ আদালতে বিচারক অরবিন্দ কুমারের এজলাসে হাজির হয়েছিলেন রোজমেরি। সঙ্গে ছিলেন অ্যালজো কে জোসেফ। ভারতে মাইকেলের আইনজীবী।

মাইকেলের জামিন নিয়ে ফের শুনানি হওয়ার কথা রয়েছে ১৯ ডিসেম্বর।

রোজমেরি পাত্রিজি আদালতে বলেন, তিনি মাইকেলের হয়ে গত ৫ বছর ধরে ইতালি এবং সুইৎজারল্যান্ডের আদালতে লড়াই করছেন। আদালতের তরফে তাঁকে ১০ মিনিটের জন্য মাইকেলের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়। যদিও সিবিআই-এর তরফে পাত্রিজির গ্রহণযোগ্য নিয়ে প্রশ্ন তোলা হয়।

আদালতে রোজমেরি জানান, এই মামলার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু কাগজপত্র তার কাছে রয়েছে। প্রয়োজনে তিনি তা আদালতে জমা দিতে পারেন।

৩,৬০০ কোটির অগাস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তি সম্পাদন হয়েছিল মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে। এই চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় ৫৪ বছর বয়স্ক মাইকেলের সঙ্গে অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী।

English summary
No evidence against gandhi family in Ahusta Westland case, says Michel's advocate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X