For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে বিজেপির হাত ধরে নির্বাচনে নয়, স্পষ্ট জানিয়ে দিল এমএনএফ

মিজো ন্যাশনাল ফ্রন্ট জানিয়ে দিল, আগামী বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট তৈরি করবে না তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির নেতৃত্বে তৈরি হওয়া নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক ফ্রন্টের সদস্য দল মিজো ন্যাশনাল ফ্রন্ট জানিয়ে দিল, আগামী বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট তৈরি করবে না তাঁরা। মিজোরামে ৪০টি আসন রয়েছে। ভোট হবে ২৮ নভেম্বর। এতদিন মনে করা হচ্ছিল বিজেপি ও এমএনএফ জোট বেঁধে ভোটে লড়বে। তবে এখন দেখা যাচ্ছে বিজেপির সঙ্গী হতে তারা রাজি নয়।

মিজোরামে বিজেপির হাত ধরে নির্বাচনে নয়, স্পষ্ট জানিয়ে দিল এমএনএফ

মিজো ন্যাশনাল ফ্রন্টের সদস্য লালথানজুয়ালা হনামতে জানিয়েছেন, স্থানীয় সংবাদমাধ্যমে খবর হয়েছিল, বিজেপির হাত ধরে আমরা নির্বাচনে নামছি। তবে সেটা সত্যি নয়। আমরা একা লড়ব।

স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য ছিল, মিজো ভোট হারানোর ভয়ে মিজো ন্যাশনাল ফ্রন্ট ভোটের আগে জোট না বাঁধলেও সরকার গঠনের সময় অবশ্যই বিজেপির হাত ধরবে। যদিও শীর্ষ নেতৃত্বের তরফে অমিত শাহ, রাম মাধব বারবারই বলেছেন, মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে বিজেপি জোট করছে না।

এখন শোনা যাচ্ছে বিজেপি ও মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতারা নাকি দেখাই করেননি। বদলে কংগ্রেস নাকি চাকমায় বিজেপির সঙ্গে জোট করেছে বলে মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতারা তোপ দেগেছেন।

English summary
No electoral alliance with BJP in upcoming Mizoram polls, clarifies Mizo National Front (MNF)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X