For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির বাজার কি এবার মন্দায় দৌড়চ্ছে! কেমন পরিস্থিতি 'মল'গুলির

দীপাবলীর বাজার এই বছর সেভাবে চাঙ্গা দেখাচ্ছে না। এই মরশুমে জিনিসের ন্যূনতম সহযোগী মূল্যের বৃদ্ধি সত্ত্বেও গ্রামের বাজার থেকে 'চাহিদা'র পরিমাণ বাড়ার আশায় ছিলেন ব্যবসায়ীরা।

  • |
Google Oneindia Bengali News

দীপাবলীর বাজার এই বছর সেভাবে চাঙ্গা দেখাচ্ছে না। এই মরশুমে জিনিসের ন্যূনতম সহযোগী মূল্যের বৃদ্ধি সত্ত্বেও গ্রামের বাজার থেকে 'চাহিদা'র পরিমাণ বাড়ার আশায় ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সেই আশায় জল ঢেলেছে এবছরে দেশের বিভিন্ন অংশের বর্ষা, আর চাষাবাদের ক্ষতি। ফলে দীপাবলীর বাজার কার্যত মন্দার দিকেই এগিয়ে চলেছে।

দীপাবলির বাজার কি এবার মন্দায় দৌড়চ্ছে! কেমন পরিস্থিতি মলগুলির

ন্যূনতম সহযোগী মূল্য়ের বৃদ্ধির পরও কিছুটা আশা ছিল চাহিদার বাজার চাঙ্গা হওয়ার। কিন্তু তাতে সমস্যা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে কৃষজাত পণ্য। কৃষিজাত পণ্যের সঙ্গে জড়িত বাজার এবছর ব্যাপক মন্দার সম্মুখীন। ফলে চাহিদা যোগানের ভারসাম্যে তার কুপ্রভাব পরিলক্ষিত হচ্ছে। গ্রামের দিক থেকে অন্যান্য বারের চাহিদা ভালো থাকলেও, এবছর শহুরে বাজারেও মন্দা। শহুরে গ্রাহকরা অন্যান্যবার দীপাবলিতে যেভাবে অটোমোবাইল সংক্রান্ত জিনিসপত্র কেনেন , সেই চাহিদার বৃদ্ধির কোনও লক্ষণই এবছর দেখা যাচ্ছে না। চাহিদা কমে যাওয়াতে এবছর দীপাবলির বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

[আরও পড়ুন:বিলেতের বুকে এক টুকরো ভারত! 'প্রাক-দীপাবলি'র আনন্দে মাতোয়ারা লন্ডন][আরও পড়ুন:বিলেতের বুকে এক টুকরো ভারত! 'প্রাক-দীপাবলি'র আনন্দে মাতোয়ারা লন্ডন]

অনেক মার্কেট বিশেষজ্ঞই বলছেন, দীপাবলির পাইকারী বাজারেও এবার ধস দেখা যাচ্ছে। গাড়ির চাহিদাতেও আশ্চর্যজনক ঘাটতি দেখা যাচ্ছে। ই-কমার্স মার্কেটে চাহিদার কমতি একটি বড় ভূমিকা পালন করছে এক্ষেত্রে। বিভিন্ন মল-এর শোরুম গুলিতে আলোর রোশনাই বা অফারের ব্যানার থাকলেও সেভাবে ভিড় চোখে পড়ছে না। তবে এই সমস্ত সমস্যা সত্ত্বেও আশাবাদী ব্যবসায়ীরা। আর আশাতেই দিন গুনছেন পাইকারী থেকে ই কমার্সের সঙ্গে জড়িতরা।

[আরও পড়ুন:আসছে ধনতেরাস, বেড়ে চলেছে সোনার দাম, কলকাতাতেও সোনালী অলঙ্কারে দামের ছ্যাঁকা][আরও পড়ুন:আসছে ধনতেরাস, বেড়ে চলেছে সোনার দাম, কলকাতাতেও সোনালী অলঙ্কারে দামের ছ্যাঁকা]

English summary
No Diwali firework at malls and market, Here’s what explains it .Consumption, often touted as the biggest investment theme in the domestic market, has let investors and fund managers down this festive season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X