For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ খান ও হাফিজ সঈদের গলার সুর এক, বিস্ফোরক মন্তব্য যোগী আদিত্যনাথের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ নভেম্বর : ফের একবার হিন্দু কট্টরপন্থীদের কড়া আক্রমণের সামনে পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। সাধ্বী প্রাচীর পরে এবার কিং খানকে নিশানা করলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। [বৈষম্যের শিকার, পাকিস্তানে এসে থাকুন : শাহরুখকে আমন্ত্রণ হাফিজ সইদের]

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে নিজের ৫০-তম জন্মদিনে মুখ খুলেছিলেন শাহরুখ খান। জানিয়েছিলেন সারা দেশে যেভাবে তীব্র অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে, এমন ভারতবর্ষের সঙ্গে তিনি পরিচিত নন। [ধর্মীয় অসিহষ্ণুতা নিয়ে মুখ খুলে শাহরুখও এবার 'পাকিস্তানি এজেন্ট'!]

শাহরুখ খান ও হাফিজ সঈদের গলার সুর এক : যোগী আদিত্যনাথ

সোমবার শাহরুখ জানান, এসব অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যারা প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফেরাচ্ছেন তাদের প্রতি তিনি সহমর্মিতা জানান। পুনের এফটিআইআইয়ে আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে দেখা যায় শাহরুখকে। এমনকী প্রয়োজন পড়লে নিজের পদ্মশ্রী সম্মানও ফিরিয়ে দিতে তিনি ইচ্ছুক বলে মত দেন বলিউড বাদশা।

এসবের পরই সাধ্বী প্রাচীর মতো উগ্র হিন্দুত্ববাদী নেতানেত্রীরা কড়া আক্রমণ করেন শাহরুখকে। সাধ্বী প্রাচী শাহরুখকে পাকিস্তানি এজেন্ট বলেন। তারপর থেকে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা কিছুতেই থামছে না।

২০০৮ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ পাকিস্তানে বসেই মন্তব্য করে, ভারতে যারা বিদ্রোহ করছেন, বা সরকারের পদক্ষেপে বিক্ষুব্ধ ও ধর্মীয় বৈষম্যের শিকার, তারা চাইলে পাকিস্তানে চলে আসতে পারেন।

এরপরই সামনে এল যোগী আদিত্যনাথের মন্তব্য যা সবকিথুকে ছাপিয়ে গেল। হাফিস সঈদের মতো সন্ত্রাসবাদীর সঙ্গে শাহরুখের তুলনা টানলেন আদিত্যনাথ। তাঁর বক্তব্য, "হাফিজ সঈদ ও শাহরুখের বক্তব্য়ের মূল সুর এক"।

এখানেই না থেমে যোগীর বক্তব্য, "ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ থাকলে শাহরুখ খানকেও সাধারণ মুসলমানের মতো ভারতের রাস্তায় ঘুরে বেড়াতে হত।"

English summary
No difference in language by Shahrukh Khan and Hafiz Syeed : Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X