For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি এনসিপি! সমর্থনের চিঠি নিয়ে কোনও বিতর্ক নেই', সুপ্রিমকোর্টে দাবি অজিত পাওয়ারের

মহারাষ্ট্রে রাজনৈতিক নাটক জারি। ইতিমধ্যেই এই নাটকের বল গড়িয়েছে সুপ্রিমকোর্টে। আজ এই সংক্রান্ত মামলায় দ্বিতীয় দিনের শুনানি পৌঁছআয় আরও নাটকীয় মোরে।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে রাজনৈতিক নাটক জারি। ইতিমধ্যেই এই নাটকের বল গড়িয়েছে সুপ্রিমকোর্টে। আজ এই সংক্রান্ত মামলায় দ্বিতীয় দিনের শুনানি পৌঁছআয় আরও নাটকীয় মোরে। আজ সুপরিমকোর্টে অজিত পাওয়ারের তরফে বলা হয়, "আমি এনসিপি। আমার দেওয়া সমর্থন পত্রের অস্বীকার করার উপায় নেই। যেদিন আমি এই চিঠিটি দিয়েছিলাম সেদিন আমার কাছে সমর্থন দেওয়ার অনুমতি ছিল"

অজিত পাওয়ারের হয়ে হাজির ছিলেন মনবিন্দর সিং

অজিত পাওয়ারের হয়ে হাজির ছিলেন মনবিন্দর সিং

আজ আদালতে অজিত পাওয়ারের হয়ে মামলা লড়তে হাজির হন অ্যাডভোকেট মনিন্দর সিং। এবং আদালতের সামনে তিনি দাবি করেন তিনি এনসিপির হয়ে মামলা লড়ছেন। আজ আদালতে মনিন্দর সিং আরও দাবি করেন, অজিত পাওয়ারের জমা করা সমর্থনের চিঠিতে কোনও গলদ নেই। অজিতের ক্ষমতা থাকায় তিনি সেই চিঠি দিয়েছিলেন রাজ্যপালকে। পাশাপাশি মনিন্দর বলেন, "আমার মক্কেল অজিত জানিয়েছেন যে দলের অন্দরে ঝামেলাকে তিনি মিটিয়ে দেবেন।"

এনসিপি বিধায়কদের সমর্থনের চিঠি জমা

এনসিপি বিধায়কদের সমর্থনের চিঠি জমা

এদিকে রবিবার শীর্ষ আদালত সরকার পক্ষকে দুটি চিঠি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি ফড়নবিশের দেওয়া সরকার গড়তে চেয়ে সংখ্যার প্রমাণ সম্বিলিত চিঠিটিও চেয়েছিল শীর্ষ আদালত। সেই চিঠি আজ আদালতে পেশ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এছাড়া এনসিপির পক্ষ থেকে রাজ্যপালকে দেওয়া ৫৪ বিধায়কের সই সম্বিলিত চিঠি পেশ করা হয় আদালতে।

অজিত-শরদ টুইট বিভ্রান্তি

অজিত-শরদ টুইট বিভ্রান্তি

এদিকে বিজেপির সঙ্গে হাত মেলানো অজিত পাওয়ারের টুইটে গতকাল ফের শুরু হয় বিভ্রান্তি। অজিত পাওয়ার প্রধানমন্ত্রীকে সন্যবাদ সূচক এক টুইটে দাবি করেন তিনি এখনও এনসিপিতেই রয়েছেন এবং শরদ পাওয়ার তাঁর নেতা। পাশাপাশি টুইটে অজিত পাওয়ার দাবি করেন যে আগামী পাঁচ বছর বিজেপি-এনসিপি জোট স্থিতিশীল সরকার চালানোর বিষয়ে বদ্ধপরিকর। তবে এই টুইটের দাবিকে নাকচ করে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়ে দেন যে বিজেপির সঙ্গে কোনও মতেই জোট গঠন করবে না এনসিপি।

'বিরোধীদের আবেদন ভিত্তিহীন'

'বিরোধীদের আবেদন ভিত্তিহীন'

পাশাপাশি মনিন্দর সিং আজ আদালতে দাবি করেন যে এই আবেদন সংক্রান্ত শুনানি এবার শেষ করা উচিত। তাঁর যুক্তি আবেদনকারীদের প্রথমে এই বিষয়ে তাদের প্রথমে এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানানো উচিত ছিল। কিন্তু তারা তা না করে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। এই মামলাটিকে শীর্ষ আদালতের আর সময় দেওয়া উচিত না।

রক্ষাকবচ বাড়ল রাজীবের, সিবিআইয়ের জামিন বািতলের আবেদনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টেররক্ষাকবচ বাড়ল রাজীবের, সিবিআইয়ের জামিন বািতলের আবেদনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

English summary
no contradiction to my support letter, ajit pawar claims in supreme court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X