For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে জোট সূত্র এখনও অধরা! যে কটি আসন নিয়ে এখনও বিরোধ বিজেপি-শিবসেনার

মহারাষ্ট্রে ভোটের দিন ঘোষণা হয়ে গেলেও গেরুয়া শিবিরে জোট নিয়ে এখনও দ্বন্দ্ব অব্যাহত। সূত্রের খবর অনুযায়ী, জট কাটাতে সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক চলে। যদিও তাতে কোনও ফল পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে ভোটের দিন ঘোষণা হয়ে গেলেও গেরুয়া শিবিরে জোট নিয়ে এখনও দ্বন্দ্ব অব্যাহত। সূত্রের খবর অনুযায়ী, জট কাটাতে সোমবার গভীর রাত পর্যন্ত বৈঠক চলে। যদিও তাতে কোনও ফল পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

১০ টি আসন নিয়ে বিরোধ

১০ টি আসন নিয়ে বিরোধ

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, শেষ পর্যন্ত বিজেপি ও শিবসেনার মধ্যে ১০ টি আসন নিয়ে দ্বন্দ্ব রয়ে গিয়েছে। মঙ্গলবার যে যুগ্ম সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দুপক্ষেই চেষ্টা চালানো হচ্ছে যাতে বিরোধ কাটিয়ে জোটে জোর দেওয়া যায়।

গত লোকসভা আসনের ফল

গত লোকসভা আসনের ফল

গত লোকসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট করে লড়াই করেছিল। রাজ্যের ৪৮ টি আসনের মধ্যে ৪১ টি আসন পেয়েছিল তারা।
এর আগে যে রিপোর্ট পাওয়া গিয়েছিল তাতে জানা গিয়েছিল শিবসেনা ১২০ থেকে ১২৫ টি আসনে লড়াইয়ে তৈরি। যদিও শিবসেনা প্রথমে দাবি করেছিল পঞ্চাশ শতাংশ আসনের। এরপরেই বিজেপিকে চাপ দিতে নাগপুর-সহ ২৮৮ টি আসনেই প্রার্থী জিতে তোড়জোড় শুরু করে শিবসেনা। নাগপুর আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে গত সপ্তাহে বিজেপি ও শিবসেনার মধ্যে বিরোধের কছা উড়িয়ে দিয়েছিলেন। খুব তাড়াতাড়ি তারা আসন সমঝোতা চূড়ান্ত করবেন বলে জানিয়েছিলেন তিনি।

২০১৪-র ভোটে দুদলের একা লড়াই

২০১৪-র ভোটে দুদলের একা লড়াই

২০১৪-র ভোটে বিজেপি ও শিবসেনা একাই লড়াই করেছিল। দু'দলের কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের পরেই উভয়দলই সরকারে যোগ দেয়। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি ও শিবসেনার যথাক্রমে ১২২ ৬৩ টি আসন রয়েছে।

[ফের হাইকোর্টে রাজীব কুমার! নতুন মামলার শুনানি বুধবার][ফের হাইকোর্টে রাজীব কুমার! নতুন মামলার শুনানি বুধবার]

[পকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন 'জাইশ'-এর নাম বদল! নয়া নেতা অসগর আসতেই তোলপাড় ][পকিস্তানে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন 'জাইশ'-এর নাম বদল! নয়া নেতা অসগর আসতেই তোলপাড় ]

English summary
No clarity over a pre-poll alliance between the BJP and the Shiv Sena in Maharashtra after poll date announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X