For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের শপথে আমন্ত্রণ পেলেন না মমতা থেকে শুরু করে কোনও হেভিওয়েট নেতা

কেজরীওয়ালের শপথে আমন্ত্রণ পেলেন না কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতা

  • |
Google Oneindia Bengali News

ফের দিল্লির মসনদে বসতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ১৬ তারিখের কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানেও এবার চমক দিতে চলেছে আপ।

রবিবারের ওই শপথ গ্রহণে অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের নেতা ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানাবে না আম আদমি পার্টি। আপ নেতা গোপাল রায় এদিন দৃঢ় ভাবে জানান দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ করা হবে না।

আমন্ত্রণ পাচ্ছেন না কোনও রাজনৈতিক নেতা ও মুখ্যমন্ত্রীরা

আমন্ত্রণ পাচ্ছেন না কোনও রাজনৈতিক নেতা ও মুখ্যমন্ত্রীরা

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের তিনি বলেন, " ১৬ তারিখে দিল্লিতে এই শপথ গ্রহণ কর্মসূচীতে অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা আমন্ত্রিত হবেন না।" তিনি আরও বলেন কেজরিওয়াল দিল্লির জনগণের সাথে শপথ নেবেন যারা তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রেখে তাঁর হাতে আবারও দায়িত্ব তুলে দিয়েছেন।

৬২টি আসনে জিতে ক্ষমতায় আপ

৬২টি আসনে জিতে ক্ষমতায় আপ

গত ৮ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭০ টি বিধানসভা আসনের মধ্যে ৬২ আসনে জিতে ফের ক্ষমতা দখল করে আপ। পাশাপাশি এরপর বুধবার সকালেই নিজস্ব বাসভবনে নবনির্বাচিত বিধায়কদের সাথে বৈঠক করেন কেজরিওয়াল। ইতিমধ্যে বিধায়করা তাকে আইনসভায় দল নেতাও নির্বাচিত করেছেন বলে জানা যাচ্ছে। এর আগে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সাথেও দেখা করেছিলেন বলেও জানা যায়। তার সঙ্গে প্রায় ১৫ মিনিটের বৈঠকও হয় তার।

বহাল থাকছে পুরনো মন্ত্রীসভা

বহাল থাকছে পুরনো মন্ত্রীসভা

সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত তার আগের সরকারের মন্ত্রি পরিষদই ধরে রাখতে চলেছেন। নতুন আপ সরকারে মণীশ সিসোদিয়া, রাজেন্দ্র পাল গৌতম, সত্যেন্দ্র জৈন, কৈলাশ গহলট, গোপাল রায় এবং ইমরান হুসেনকে বহাল রাখার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

English summary
Kejriwal to take oath as Delhi Chief Minister on 16th February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X