For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমডিআর-এর নতুন নিয়মে বদল নয়, ডিজিটাল লেনদেন সংস্থাগুলিকে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী সীতারমন

এমডিআর-এর নতুন নিয়মে বদল নয়, ডিজিটাল লেনদেন সংস্থাগুলিকে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী সীতারমন

Google Oneindia Bengali News

ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে ডিজিটাল লেনদেনের উপর জোর দিতে নতুন পদক্ষেপের ঘোষণা করেছিল গতবছরের শেষ লগ্নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে মার্চেন্ট ডিসকাউন্ট রেট তোলার কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে এর জেরে ডিজিটাল লেনদেনের সংস্থাগুলি দ্বারস্থ হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তারা জানায় এর জেরে তাদের অনেক লোকশান হবে। তবে তাদেরকে অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন যে লাগু হওয়া এই নতুন নিয়মে আরও কোনও বদল আনবে না সরকার। প্রয়োজনে ডিজিটাল পেমেন্টের সংস্থাগুলি নতুন ব্যবসায়িদের যুক্ত করে লাভের পথ খুজুক।

রুপে কার্ড ও ইউপিআই ব্যবহার সস্তা হবে

রুপে কার্ড ও ইউপিআই ব্যবহার সস্তা হবে

এই সিদ্ধান্তের ফলে বিশেষজ্ঞরা মনে করছেন রুপে কার্ড ও ইউপিআই ব্যবহার করে কেনাকাটা করা আগের থেকে সস্তা ও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, এমডিআর না-লাগায় টাকা মেটানোর জন্য ভারতে তৈরি ইউপিআই এবং রুপে কার্ডের জনপ্রিয়তা বাড়বে।

প্রতিয়োগিতার সম্মুখীন হবে ভিসা ও মাস্টারকার্ড

প্রতিয়োগিতার সম্মুখীন হবে ভিসা ও মাস্টারকার্ড

রুপে ছাড়া ভারতে ভিসা ও মাস্টারকার্ডও ওই পরিষেবা দিয়ে থাকে। বিদেশি এই সংস্থা নতুন এই সিদ্ধান্তের ফলে প্রতিয়োগিতার সম্মুখীন হবে। তাই বাজার ধরতে এমডিআর ছাড়াই কী ভাবে কার্ড পরিষেবা দেওয়া যায়, তার কথা ভাবতে পারে বাকি দুই সংস্থাও।

বীমা খাতে নতুন বিনিয়োগ

বীমা খাতে নতুন বিনিয়োগ

এদিকে আসন্ন বাজেটে পাবলিক সেক্টরের সাধারণ বীমা সংস্থাগুলির জন্য দ্বিতীয়বার মূলধন দেওয়ার বিষয়ে ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর আগে ন্যাশনাল বীমা সংস্থা, ওরিয়েন্টাল বীমা এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স, এই তিনটি বীমা প্রতিষ্ঠানের জন্য সরকার ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। যদিও এই সংস্থাগুলির নির্ধারিত সলভেন্সি মার্জিন পূরণের জন্য অতিরিক্ত ১০ হাজার থেকে ১২ হাজার কোটি টাকার মূলধন প্রয়োজন ছিল।

অরুণ জেটলিও চেষ্টা করেছিলেন

অরুণ জেটলিও চেষ্টা করেছিলেন

এর আগে ২০১৮-১৯ সালের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন এই তিন কোম্পানিতে সংযুক্তির মাধ্যমে একটি কোম্পানি তৈরি করা হবে। কিন্তু বিভিন্ন কারণে এই সংযুক্তিকরণ সম্পন্ন হয়নি। যার মধ্যে অন্যতম কারণ ছিল কোম্পানিগুলির খারাপ আর্থিক অবস্থা।

কাশ্মীরের ধৃত ডিএসপির সঙ্গে ২০০১-র সংসদ হামলার যোগ, ভাবাচ্ছে গোয়েন্দাদেরকাশ্মীরের ধৃত ডিএসপির সঙ্গে ২০০১-র সংসদ হামলার যোগ, ভাবাচ্ছে গোয়েন্দাদের

English summary
no changes in mdr rule said finance minister nirmala sitharaman to digital payment industry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X