For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্যমান করোনা ভাইরাস চিকিৎসা পদ্ধতির বদল নয়, নয়া কোভিড নিয়ে বৈঠকের পর পরামর্শ এনটিএফের

বিদ্যমান করোনা ভাইরাস চিকিৎসা পদ্ধতির বদল নয়, নয়া কোভিড নিয়ে বৈঠকের পর পরামর্শ এনটিএফের

Google Oneindia Bengali News

ব্রিটেন ও ইংল্যান্ড জুড়ে নয়া প্রজাতির করোনা ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই নয়া ভাইরাসের জন্য বর্তমানে করোনা ভাইরাসের বিদ্যমান চিকিৎসা পদ্ধতি বদল হবে না, স্পষ্ট জানিয়ে দিলেন ভারতে কোভিড–১৯ নিয়ন্ত্রণের প্রচেষ্টার জন্য সরকারের দ্বারা গঠিত জাতীয় টাস্ক ফোর্স (‌এনটিএফ)‌।

বিদ্যমান করোনা ভাইরাস চিকিৎসা পদ্ধতির বদল নয়, নয়া কোভিড নিয়ে বৈঠকের পর পরামর্শ এনটিএফের


শনিবার এনটিএফের বৈঠকে পরীক্ষায় প্রমাণ–ভিত্তিক পরিবর্তনসমূহ এবং চিকিৎসা এবং সার্স–কোভ–২–এর নজরদারি কৌশল নিয়ে আলোচনা হয়। ডাঃ বিনোদ পলের সহ–সভাপতিত্বে, নীতি আয়োগের সদস্য এবং আইসিএমআরের সচিব ও ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব বৈঠকটি ডেকেছিলেন। এই বৈঠকে জোর দিয়ে বলা হয় যে ব্রিটেনে যেহেতু নয়া ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে, তাই দেশে এই নতু কোভিডে আক্রান্তদের খুঁজে বের করা এবং তা প্রতিরোধ করা একটু জটিল বিষয়। এনটিএফ সমস্যার সমাধানে জানিয়েছেন যে নয়া করোনা ভাইরাসের জন্য বিদ্যমান কোভিড চিকিৎসার পদ্ধতি বদল করা হবে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু আইসিএমআর সর্বদা সার্স–কোভ–২ পরীক্ষা করার জন্য দু’‌একটি বেশি জিন অ্যাসেস ব্যবহারের পক্ষে পরামর্শ দিয়েছে, তাই বর্তমান পরীক্ষার কৌশলটি ব্যবহার করে সংক্রমিত ঘটনাগুলি এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'ব্রিটেনের নয়া কোভিড–১৯ প্রাথমিক সনাক্তকরণ এবং সংরক্ষণের জন্য বর্ধিত জিনোমিক নজরদারি চালিয়ে যাওয়ার প্রস্তাব করা হচ্ছে‌। তবে এটি বোধা গুরুত্বপূর্ণ যে অন্য সমস্ত আরএনএ ভাইরাসগুলির মতো, সার্স–কোভ–২পরিবর্তন হতে থাকবে।’‌ এই নয়া প্রজাতির ভাইরাসের ক্ষেত্রেও সামাজিক দুরত্ব, হাতের পরিচ্ছন্নতা, মাস্ক পরা এই সবচিছুই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সকলকে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

২৭ ডিসেম্বর করোনা রিপোর্ট: ভারতে গত ৬ মাসে সবচেয়ে কম করোনার দৈনিক আক্রান্ত আজ! পরিসংখ্যান একনজরে ২৭ ডিসেম্বর করোনা রিপোর্ট: ভারতে গত ৬ মাসে সবচেয়ে কম করোনার দৈনিক আক্রান্ত আজ! পরিসংখ্যান একনজরে

English summary
There is no need to change existing treatment protocol for the new strain of corona virus in Britain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X