For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অষ্টম দফার কৃষক প্রতিনিধি ও সরকার পক্ষের বৈঠকে মিলল না রফাসূত্র, ফের বৈঠক ১৫ জানুয়ারি

অষ্টম দফার কৃষক প্রতিনিধি ও সরকার পক্ষের বৈঠকে মিলল না রফাসূত্র, ফের বৈঠক ১৫ জানুয়ারি

  • By
  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে পরপর অষ্টম দফা বৈঠক হল কৃষক প্রতিনিধি দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। তারপরও কোনও সমাধান সূত্র এখনও বেরোল না। আগামী ১৫ জানুয়ারি ফের একবার দু'পক্ষ আলোচনার টেবিলে বসতে চলেছে বলে খবর।

ফের নিষ্ফলা বৈঠক

ফের নিষ্ফলা বৈঠক

এদিন তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, পীযূষ গোয়েল এবং সোমপ্রকাশ বৈঠকে বসেছিলেন চল্লিশটি বিক্ষুব্ধ ফার্মার ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে। কেন্দ্র একদিকে এই আইন ফিরিয়ে না নেওয়ার পক্ষে অনড় হয়ে রয়েছে। অন্যদিকে কৃষক প্রতিনিধিরা চাইছেন কৃষি আইন ফিরিয়ে নেওয়া হোক।

দুই পক্ষের বাদানুবাদ

দুই পক্ষের বাদানুবাদ

এদিন দু'পক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ চলেছে বলেও জানা গিয়েছে। অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সচিব হান্নান মোল্লা জানিয়েছেন, আমরা বলেছি আইন প্রত্যাহার ছাড়া আর কিছু আমরা চাই না। আমরা কোনও আদালতের দ্বারস্থ হব না। হয় এই আইন ফিরিয়ে নিতে হবে, অথবা আমাদের আন্দোলন চলবে। আগামী ২৬ জানুয়ারি পরিকল্পনামাফিক তাঁদের কর্মসূচি চলবে বলেও কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন।

সরকারের দাবি

সরকারের দাবি

সরকারের তরফে বারবার কৃষকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। দু'পক্ষকেই সমাধানের জন্য একটা করে পা এগোতে হবে বলেই সরকারপক্ষ দাবি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্য এবং মান্ডি সিস্টেম আগের মতোই সচল থাকবে।

ফের আলোচনা

ফের আলোচনা

একদিকে যখন দু'পক্ষই আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন খবর রটেছে, বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রের কৃষি আইনকে মেনে নিয়ে কাজ শুরু করতে চলেছে। যদিও বিক্ষুব্ধ কৃষক ইউনিয়নের দাবি, এমন কোনও কথা তাঁরা শোনেননি বা সরকারের তরফ এমন কোনও প্রস্তাব তাদের কাছে আসেনি।

অনড় কৃষকেরা

অনড় কৃষকেরা

এই নিয়ে গত দেড় মাস ধরে কৃষক আন্দোলন চলছে। ৪০টি কৃষক ইউনিয়ন একযোগে প্রতিবাদ জানাচ্ছে। কেন্দ্রের তরফে এই আইন ফিরিয়ে নেওয়া হবে না বলে একপ্রকার জানানো হয়েছে। যদিও আইনের বেশ কয়েকটি দিক নিয়ে ভাবনাচিন্তা করে যা করা যেতে পারে বলেও সরকার কৃষক প্রতিনিধিদের জানিয়েছে। এই অবস্থায় কোথায় গিয়ে সমাধানসূত্র মেলে এখন সেটাই দেখার।

English summary
No breakthrough in Farmer vs Govt meet, next round of talks on Jan 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X