For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী

'যে মেয়েরা বিয়েতে জিনস পড়ে আসেন, তাঁর সঙ্গে কী বিয়ে করতে চাইবে কোনও ছেলে?', উত্তপ্রদেশের গোরক্ষপুরে পড়ুয়াদের এক সভায় গিয়ে এই মন্তব্য খোদ কেন্দ্রীয় মন্ত্রীর।

  • |
Google Oneindia Bengali News

'যে মেয়েরা বিয়েতে জিনস পড়ে আসেন, তাঁর সঙ্গে কী বিয়ে করতে চাইবে কোনও ছেলে?', উত্তপ্রদেশের গোরক্ষপুরে পড়ুয়াদের এক সভায় গিয়ে এই প্রশ্ন তুলে বিতর্কে জডা়লেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্য়পাল সিং সোমবার এক সভায় এই মন্তব্য করায় তা নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান বিজেপি মন্ত্রী সত্যপাল সিং-এর এমরকম মন্তব্য অনেককেই অবাক করেছে।

মহিলাদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী

ওই সভায় মন্ত্রী সত্যপাল সিং বলেন, 'কোনও ব্যক্তি যদি জিনস পরে মন্দিরের মহা্তের কাজ করে তাহলে তাঁকে কেউ পছন্দ করবেন কী? কিংবা কোনও মেয়ে যদি বিয়েতে জিনস পরে আসেন তাহলে কজন ছেলে তাঁকে বিয়ে করতে চাইবে? ' মন্ত্রীর এই মন্তব্যের জেরে দ্বিমত তৈরির পাশাপাশি নয়া বিতর্কও দেখা দিয়েছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, মহিলাদের নিয়ে এর আগও বেশ কিছু বিতর্কিত মন্তব্য উঠে আসে বহু নেতা মন্ত্রীদের তরফে। মুলায়ম সিং, শরদ যাবদের মতো মন্ত্রীদের মহিলাকেন্দ্রীক নানা বক্তব্যই এর অগে সামোলচনার শিকার হয়েে। যা নিয়ে বহুবার সচ্চার হয়েছে দেশে।

English summary
Union Minister of State Satyapal Singh on Monday said something which might raise many eyebrows. At a gathering of students in Gorakhpur, the minister said, “No boy would like to marry a girl who comes in jeans to the wedding.”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X