For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে মোদীর বিকল্প নেই! তিনি গণনায় বিশ্বাসী নন, বললেন গডকড়ি

বিজেপিতে মোদীর বিকল্প নেই। কেউ তাঁকে সরানোর চেষ্টা করছেন না। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে মোদীর বিকল্প নেই। কেউ তাঁকে সরানোর চেষ্টা করছেন না। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। একটা সময়ে মনে হয়েছিল বিজেপি যদি সংখ্যায় কম পড়ে তাহলে গ্রহণযোগ্য মুখ হতে পারেন গড়কড়ি। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে ফিরবে বিজেপি। মোদীর নেতৃত্বেই তা সম্ভব হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

 বিজেপিতে মোদীর বিকল্প নেই! তিনি গণনায় বিশ্বাসী নন, বললেন গডকড়ি

একইসঙ্গে গ্রহণযোগ্য মুখ এবং আরএসএস-এর কাছের লোক, নীতীন গড়কড়ি সম্পর্কে এমনই আলোচনা চলত। এপ্রসঙ্গে গড়কড়ি বলেছেন, এরকম কোনও বিষয় নেই। যাঁদের লেখার ইচ্ছা তারা লিখতেই পারেন। তিনি এই ধরনের কোনও গণনায় বিশ্বাসী নন বলেও জানিয়েছেন। তিনি দলের সৈনিক, মন্তব্য করেছেন গড়কড়ি। তিনি নিশ্চিত, যে কাজ প্রধানমন্ত্রী মোদী করেছেন, তাই তাকে সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফেরাবে। বলেছেন এই কেন্দ্রীয়মন্ত্রী।

[আরও পড়ুন:বাম-কংগ্রেসের জোট ব্যর্থ! বিজেপির অবস্থান কোথায় জানালেন সুদীপ][আরও পড়ুন:বাম-কংগ্রেসের জোট ব্যর্থ! বিজেপির অবস্থান কোথায় জানালেন সুদীপ]

গড়কড়ি বলেন, এটা দুর্ভাগ্য যে বিমান হানা এবং রামমন্দিরের মতো বিষয়ের রাজনীতিকরণ করা হচ্ছে। পাকিস্তানের মাটিতে জঙ্গি ক্যাম্পে বিমান হানার প্রমাণের দাবির সমালোচনা করেন তিনি। সাধারণ মানুষ এই প্রশ্নে বিরোধীদের দিকে তাকিয়ে হাসছেন বলেও মন্তব্য করেছেন গড়কড়ি।

[আরও পড়ুন: তিনি তো ধর্মের জন্ম দেন! মোদী-শাহকে চড়া আক্রমণ মমতার][আরও পড়ুন: তিনি তো ধর্মের জন্ম দেন! মোদী-শাহকে চড়া আক্রমণ মমতার]

সম্প্রতি যে ভাষা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রযোগ করছেন, তা যথেষ্টই অপমানজনক এবং রাজনীতির পরিভাষায় নিম্ন রুচির বলে মন্তব্য করেছেন নীতীন গড়কড়ি। প্রধানমন্ত্রীর পদকে সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে এই সরকারের কাজকে পূর্ববর্তী সরকারের কাজের সঙ্গে তুলনা করতে বলেছেন তিনি। অযোধ্যায় রামমন্দির নির্মাণ প্রসঙ্গে গড়কড়ি বলেন, সরকারের কাছে বিকল্প সীমিত।

[আরও পড়ুন: বিজেপি বিরোধিতায় নেমে বিহারে কংগ্রেস-আরজেডি জোটের হাল কী! আসন রফা কোন পথে][আরও পড়ুন: বিজেপি বিরোধিতায় নেমে বিহারে কংগ্রেস-আরজেডি জোটের হাল কী! আসন রফা কোন পথে]

English summary
No BJP member is hoping to replace PM Narendra Modi, said Nitin Gadkati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X