For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অযোধ্যার রামমন্দির ট্রাস্টে থাকবেন না বিজেপির কোনও সদস্য' , অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ

অযোধ্যায় রামমন্দির নির্মাণ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে উঠেছে। দেশের একাধিক প্রান্ত থেকে রামমন্দির নির্মাণ ঘিরে অর্থ সাহায্য তুলতে তৎপরতা শুরু হয়েছে আরএসএস এর তরফে।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রামমন্দির নির্মাণ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে উঠেছে। দেশের একাধিক প্রান্ত থেকে রামমন্দির নির্মাণ ঘিরে অর্থ সাহায্য তুলতে তৎপরতা শুরু হয়েছে আরএসএস এর তরফে। আর সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে জনগণের অর্থেই নির্মিত হবে ১০০ কোটি টাকার রামমন্দির। এবার সেই মন্দির নিয়ে এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সরকার ও দলের অবস্থান জানালেন অমিত শাহ।

 রামমন্দির নির্মাণ ও অমিত শাহ

রামমন্দির নির্মাণ ও অমিত শাহ

কয়েকদিন আগেই ঝাড়খণ্ড নির্বাচনে প্রচারে গিয়ে অমিত শাহ বলেন, আগামী চার মাসের মধ্যে গগণচুম্বী রামমন্দির নির্মিত হবে অযোধ্যায়। এরপর এদিনের টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, এই নির্মাণের কাজে তৈরি রামমন্দির ট্রাস্টে উপস্থিত থাকবেন না কোনও বিজেপি সদস্য।

অনুদান সংক্রান্ত বক্তব্য অমিত শাহের

অনুদান সংক্রান্ত বক্তব্য অমিত শাহের

অমিত শাহ এদিনের সাক্ষাৎকারে রামমন্দির প্রসঙ্গে বলেন, ' আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই, কোনও মতেই বিজেপির মধ্যে কেউ ট্রাস্টি হিসাবে থাকবেন না। আর সরকারের তরফ তেকে একটি টাকাও দেওয়া হবেনা প্রজেক্টে। আর ট্রাস্টকে টাকা তুলতে হবে সমাজের বিভিন্ন জায়গা থেকে।'

 ১০০ কোটির রামমন্দির

১০০ কোটির রামমন্দির

অমিত শাহ বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী , ৯০ দিনের মাথায় এই কর্মকাণ্ড সমাপ্ত করতে হবে। আমি মনে করি এটি তার মধ্যেই শেষ হবে। ' অমিত শাহ বলেন, ১০০ কোটির এই মন্দির তৈরিতে প্রয়োজনীয় অর্থ বিশ্ব হিন্দু পরিষদকে 'ক্রাউড ফান্ডিং' করেই তুলতে হবে। শোনা যাচ্ছে, এবিষয়ে প্রাগরাজে ২০২০ সালে আয়োজিত মাঘমেলায় কোনও বড় ঘোষণা করতে পারে হিন্দু মহাসভা। সেখানের সন্ত সম্মেলনে এই আর্থিক অনুদান তোলার বিষয়ে নির্দেশ দেওয়া হতে পারে।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগুন জ্বালাবেন না! কেন আধার, প্যান তৈরি, অমিত শাহকে প্রশ্ন মমতারদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগুন জ্বালাবেন না! কেন আধার, প্যান তৈরি, অমিত শাহকে প্রশ্ন মমতার

English summary
No BJP member in Ram temple trust, govt won’t spend on the project says Amit Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X