For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউপিএসসি-র ফলপ্রকাশ: প্রথম একশোয় নেই কোনও বাঙালি!

তালিকায় ১৪৭ তম স্থানে রয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, গতবারের ইউপিএসসিতে ৬৭ নম্বর স্থানে ছিলেন বাঙালি সন্দীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বুধবারই প্রকাশিত হয়েছে UPSC বা ইউনিয়ন সিভিল সার্ভিস কমিশনের ফলাফল। আর প্রকাশিত তালিকায় প্রথম একশো জনের মধ্যে দেখা গেল না কোনও বাঙালির নাম। তবে তালিকায় ১৪৭ তম স্থানে রয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, গতবারের ইউপিএসসিতে ৬৭ নম্বর স্থানে ছিলেন বাঙালি সন্দীপ ঘোষ।

এদিকে ফল প্রকাশ হতেই দেখা গিয়েছে , জাতীয় স্তরের নিরিখে, গত ৩ বছরের মতো এবারেও দেশে প্রথমস্থান অধিকার করেছেন একজন মহিলা। কর্ণাটকের মেয়ে কে আর নন্দিনী এই বছরের সিভিল সার্ভিস পরীক্ষায় দেশে প্রথমস্থানটি দখল করেছেন।

ইউপিএসসি-র ফলপ্রকাশ: প্রথম একশোয় নেই বাঙালি!

প্রথমস্থানাধিকারী নন্দিনী ,OBC ক্যাটাগোরি-র আওতায় পরীক্ষার্থী ছিলেন। এই পরীক্ষায় তাঁর অপশনাল বিষয় ছিল কান্নাড়া সাহিত্য। যদিও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। ব্যাঙ্গালোরের এম এস রামাইয়াহ ইন্সিটিউট অব টেকনোলজি থেকে তিনি পাশ করেন। প্রথম তিন বারের উদ্যোগের পর এবারই তিনি ইউপিএসসি ক্র্যাক করেছেন।

ইউপিএসসি-র ফলপ্রকাশ: প্রথম একশোয় নেই বাঙালি!

এদিকে, সারা দেশে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন অনমোল শের সিং বেদী। তিনি বিটস পিলানির কম্পিউটার সায়েন্সে স্নাতক। তৃতীয় স্থানে রয়েছেন গোপালাকৃষ্ণা রোনানকি, চতুর্থ স্থানে আছেন সৌম্য পান্ডে। পঞ্চম স্থানে রয়েছেন অভিলাষ মিশ্র।

উল্লেখ্য, UPSC পরীক্ষায় ১,০৯৯ জনের বিভিন্ন সরকারি পদের জন্য সুপারিশ করা হয়েছে। এখনও ওয়েটিং এর তালিকায় রয়েছেন ২২০ জন। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে প্রতিবছরে আইএএস, আইপিএস ও, আইএফএস অফিসার নির্বাচন করা হয়।

English summary
The Union Public Service Commission declared the final results of the civil services examination 2016 on its official website on Wednesday.Soumyadeep Bhattacharya secured 147 rank in UPSC 2017.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X