For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে 'সুপ্রিম নির্দেশ', কী জানাল আদালত

দীপাবলিতে আতশাবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা নয়, বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে যে সমস্ত বাজি কম দূষণ ছড়ায় সেই বাজিই বিক্রি করা যাবে বলে জানিয়েছে আদালত।

  • |
Google Oneindia Bengali News

দীপাবলিতে আতশাবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা নয়, নির্দেশে এমনই জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে যে সমস্ত বাজি কম দূষণ ছড়ায় সেই বাজি বিক্রির পক্ষে সায় দিয়েছে আদালত। পাশাপাশি এদিন, সুপ্রিমকোর্ট জানায়, অনলাইনে কোনও মতেই বিক্রি করা যাবে না আতশবাজি। এছাড়াও বাজি কারখানাগুলিতে প্রশাসনিক নজরদারি রাখতে হবে বলেও জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে সুপ্রিম নির্দেশ

এদিনের নির্দেশে, বাজি পোড়ানোর সময়ও নির্ধারণ করে নিয়েও নির্দেশ দেয় আদালত। জানানো হয়েছে, সন্ধ্যে ৮ টা ১০ টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে। পাশাপাশি, আতশবাজির শব্দের ডেসিবল নিয়েও বেশ কিছু কড়া নির্দেশিকা দিয়েছে আদালত। শুধু দীপাবলি নয়, নিউ ইয়ারেও আতশবাজি ফাটানো যাবে বলে জানিয়েছে আদালত। তবে নিউ ইয়ারের দিন রাত ১১:৫৫ মিনিট থেকে ১২ :১৫ এর মধ্যে বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।

এদিন, বিচারপতি একে সিকরি ও অশোক ভূষণের বেঞ্চ এদিন জানিয়ে দেয় , গোটা দেশের জন্যই এই নির্দেশ লাগু হবে। আর নির্দেশিকা যদি অমান্য হয়, তাহলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য।

English summary
No ban on sale of firecrackers, but with certain conditions: Supreme Court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X