For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্ষণ মন্তব্য' নিয়ে ক্ষমা চাইবেন না, মহিলা কমিশনকে জবাব সলমনের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৪ জুলাই : মহারাষ্ট্র মহিলা কমিশনের পাঠানো সমনের জবাব দিলেন সলমন খান। এর আগে দু'বার সমন পাঠানো হলেও সলমন কমিশনে হাজিরা দেননি। এরপর তৃতীয়বার তাঁকে সমন পাঠিয়ে বৃহস্পতিবারের মধ্যে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। যার জবাব সলমন বুধবার দিয়েছেন। ['নিজেকে ধর্ষিতার মতো মনে হতো' বিতর্কিত মন্তব্য সলমনের]

সলমন হাজিরা না দিয়ে জবাবে জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। উল্টে মহিলা কমিশনকে একহাত নিয়ে এই বলিউড তারকা তাঁর চিঠিতে কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। সলমন লিখেছেন, এই ধরনের মামলায় নাক গলানোর কোনও অধিকার কমিশনের নেই। [সলমনকে খোলা চিঠিতে তুলোধোনা এক ধর্ষিতার]

'ধর্ষণ মন্তব্য' : ক্ষমা চাইব না, মহিলা কমিশনকে জবাব সলমনের

সলমনের এই চিঠি পেয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য রঞ্জনা কুমারী জানিয়েছেন, সলমন জানেন না নিজের বা সিনেমা জগতের কী ক্ষতি তিনি করছেন। তিনি ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা করা যেত সহজেই। ['ধর্ষণ' নিয়ে সলমনের বিতর্কিত মন্তব্যের সমালোচনা আমিরের]

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নিজের সিনেমা 'সুলতান'-এর সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে সলমন বলেন, 'সুলতানের সেটে অভিনয় সহ খাটাখাটনির পরে দিনের শেষে নিজেকে ধর্ষিত মনে হতো'। এই বক্তব্যের পরই সারা দেশের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। যার জেরে গত ২২ জুন সলমনকে আইনি নোটিশ পাঠায় জাতীয় মহিলা কমিশন। ক্ষমা চাওয়া ও হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়।

তবে সলমন হাজির হননি বা ক্ষমা চাননি। এরপর আরও দু'বার সলমনকে নোটিশ পাঠানো হলে তৃতীয়বারের মাথায় হাজিরা না দিলেও তাঁর জবাব এসে পৌঁছেছে মহিলা কমিশনে। এখন দেখার এই বিষয়ে পরবর্তী কী সিদ্ধান্ত নেয় কমিশন।

প্রসঙ্গত শুধু মহারাষ্ট্র মহিলা কমিশন নয়, জাতীয় মহিলা কমিশনও সলমনকে এই একই ইস্যুতে সমন পাঠিয়েছে। তার জবাবও দিয়েছেন সলমন।

English summary
No apology: Salman Khan finally files response on 'raped woman' remark to MWC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X