For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সঙ্গে জোট নয় : নীতিশকুমার

Google Oneindia Bengali News

কংগ্রেসের সঙ্গে জোট নয় : নীতিশকুমার
পাটনা, ২১ জানুয়ারি : সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার জানিয়ে দিলেন, লোকসভা আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রসের সঙ্গে কোনওরকম জোটে যাবে না সংযুক্ত জনতা দল। এদিকে লোক জনশক্তির পার্টির প্রধান রামবিলাস পাসোয়ানকে 'জেন্টলম্যান' বলে অন্য জল্পনা উষ্কে দিলেন নীতিশকুমার।

এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছেন নীতিশ। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কও আদায় কাঁচকলায়। এমতাবস্থায় কংগ্রেসের সঙ্গে নীতিশের সংযুক্ত জনতা দল হাত মেলাতে পারে বলেই কানাঘুষো চলছিল রাজনৈতিক মহলে। সে জল্পনাতেই এদিন জল ঢাললেন বিহারের মুখ্যমন্ত্রী।

বাবুলাল মারান্ডির সঙ্গে মতৈক্য রয়েছে দলের : নীতিশকুমার

সোমবার সংযুক্ত জনতা দলের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট করে দেওয়া হয় যে কংগ্রেসের সঙ্গে তাদের জোট হচ্ছে না। নীতিশ জানিয়েছেন, এই বিষয়ে কোনও পর্যায় কোনও আলোচনা হওয়া সম্ভব নয়। আলোচনা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে আপাতত কোনও দলের সঙ্গে জোটের কথা ভাবছে না দল। তবে রাজনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে একমাত্র বাবুলাল মারান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক)-এর সঙ্গে মতৈক্য রয়েছে দলের। কিন্তু আসন বন্টনের কোনও আলোচনা এখনই নয়।

এদিকে নীতিশের মুখে রাম বিলাস পাসোয়ানের প্রসংশা অন্য অঙ্কের উস্কে দেওয়ার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। নীতিশ বলেন, ২০০৫ ফেব্রুয়ারিতে আমরা তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছিলাম। আমাদের সঙ্গে তাঁকে পাওয়ার চেষ্টা আমরা এখনও চালাচ্ছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।

English summary
No alliances with Congress: Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X