For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক রাজ্যের রাজ্যপাল পরিবর্তন! সরানো হল ত্রিপুরার রাজ্যপালকে

জম্মু ও কাশ্মীরার রাজ্যপাল পরিবর্তন। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে সেখানকার বর্তমান রাজ্যপাল এনএন ভোরার স্থলাভিষিক্ত হচ্ছেন সত্যপাল মালিক। মালিক বিহারের রাজ্যপাল ছিলেন।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরার রাজ্যপাল পরিবর্তন। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে সেখানকার বর্তমান রাজ্যপাল এনএন ভোরার স্থলাভিষিক্ত হচ্ছেন সত্যপাল মালিক। মালিক বিহারের রাজ্যপাল ছিলেন। বিহারের রাজ্যপাল করা হচ্ছে বিজেপি নেতা লালজি ট্যান্ডনকে। রাজ্যপাল বদল হয়েছে ত্রিপুরারও।

একাধিক রাজ্যের রাজ্যপাল পরিবর্তন! সরানো হল ত্রিপুরার রাজ্যপালকে

জম্মু ও কাশ্মীরে সব থেকে বেশি সময়ের জন্য রাজ্যপাল ছিলেন এনএন ভোরা। প্রথম ইউপিএ সরকার ২০০৮-এর ২৫-এ জুলাই তাঁকে নিয়োগ করেছিল। পরপর দুটি দফায় তিনি রাজ্যপাল ছিলেন।

বিহারের রাজ্যপাল হিসেবে নাম ঘোষণা হওয়ার পর লালজি ট্যান্ডন জানিয়েছেন, বিহারের উন্নতিতে তিনি সাহায্য করবেন। রাজ্য সরকারের অভিভাবক হিসেবে কাজ করবেন তিনি। জানিয়েছেন লালজি ট্যান্ডন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিজের পুরনো বন্ধু বলে বর্ণনা করেছেন তিনি। তাঁদের মধ্যে কোনও সমস্যা তৈরি হবে না বলে মনে করছেন ট্যান্ডন।

রাষ্ট্রপতি ভবনের ঘোষণায় আরও বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল বদলের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, উত্তরাখণ্ড, সিকিম, মেঘালয় এবং ত্রিপুরা।

৫ রাজ্যের নতুন রাজ্যপাল একনজরে

  • কাপতান সিং সোলাঙ্কিকে সরিয়ে হরিয়ানার নতুন রাজ্যপাল করা হয়েছে সত্যদেব নারায়ণ আর্যকে।
  • তথাগত রায়কে সরিয়ে কাপতান সিং সোলাঙ্কিকে ত্রিপুরার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
  • মেঘালয়ের বর্তমান রাজ্যপাল গঙ্গাপ্রসাদকে সরিয়ে সেখানে পাঠানো হয়েছে তথাগত রায়কে।
  • শ্রীনিবাস পাতিলকে সরিয়ে সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে গঙ্গাপ্রসাদকে।
  • কৃষ্ণকান্ত পালকে সরিয়ে উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল করা হয়েছেবিজেপি নেতা বেবি রানি মৌর্যকে।
English summary
NN Vohra retires as J-K Guv, shuffle in several states including Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X