For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজামুদ্দিনের পুনরাবৃত্তি রাজস্থানে, আজমিরের দরগায় জমায়েত ১০০ জন

নিজামুদ্দিনের পুনরাবৃত্তি রাজস্থানে, আজমিরের দরগায় জমায়েত ১০০ জন

Google Oneindia Bengali News

দিল্লির নিজামুদ্দিনের পর ফের রাজস্থানে ধর্মীয় সমাবেশে যোগ দিতে এলেন মানুষ। সূত্রের খবর, মঙ্গলবার রাজস্থানের আজমির জেলার সারওয়ার শহরের দরগাতে ধর্মীয় সমাবেশে প্রায় ১০০ জন মানুষ জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের বিক্ষিপ্ত করার জন্য বাহিনী নিয়ে আসে।

লকডাউন লঙ্ঘন করে জমায়েত

লকডাউন লঙ্ঘন করে জমায়েত

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউনের ঘোষণা হয়েছিল তা লঙ্ঘন করার অপরাধে পুলিশ ছ'‌জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, প্রথা অনুযায়ী প্রতি বছর সুফী সাধক সারওয়ারের মইনুদ্দিন চিশতীর আজমির দরগায় খাদিমগণ চাদর নৈবেদ্য অর্পণ করেন। সারওয়ারের ধর্মীয় জামাতটি এমন এক সময়ে হয়েছে যখন দেশব্যাপী কর্তৃপক্ষ গত মাসে দিল্লির নিজামুদ্দিন অঞ্চলে বিশাল ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া লোকদের সন্ধানের চেষ্টা করছে।

দিল্লির নিজামুদ্দিনেও একই ঘটনা

দিল্লির নিজামুদ্দিনেও একই ঘটনা

নিজামুদ্দিনের তাবলিঘ-ই-জামাত মরকজের ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর পাশাপাশি ১,৫৪৮ জনকে ওই স্থান থেকে বের করে আনা হয়েছে ও ৪৪৮ জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরের এসপি কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন যে পুলিশ শুধুমাত্র পাঁচজনকে অনুমতি দিয়েছিল কিন্তু পরে সারওয়ার দরগাতে আরও বেশি মানুষ যোগ দিতে চলে আসেন। দরগায় একশো জনের জমায়েত হয়েছিল।

পুলিশ–জনতা সংঘর্ষ

পুলিশ–জনতা সংঘর্ষ

পুলিশ যখন তাঁদের ওই জায়গা খালি করে দেওয়ার জন্য বলে অনেকেই তাঁদের মধ্যে আপত্তি তোলেন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। এরপর পুলিশ সামান্য বাহিনী এনে ওউ জমায়েত বিক্ষিপ্ত করার চেষ্টা করে ও ছ'‌জনকে গ্রেফতার করে।

একসপ্তাহে দ্বিগুণ করোনা প্রকোপ! মৃত্যু মিছিলের লাগামহীন বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ একসপ্তাহে দ্বিগুণ করোনা প্রকোপ! মৃত্যু মিছিলের লাগামহীন বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ

English summary
About 100 people gathered for a religious congregation at a dargah in Sarwar town of Rajasthan's Ajmer district on Tuesday following which police used mild force to disperse them, police sources said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X