For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য

এই ঘটনা শুনলে অনেকেরই মনে পড়ে যেতে পারে বিশ্বভারতীর সংগ্রশালা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির কাণ্ডটি। এমনই এক ঘটনা ঘটেছে হায়দরাবাদের নিজাম মিউডিয়ামে।

  • |
Google Oneindia Bengali News

এই ঘটনা শুনলে অনেকেরই মনে পড়ে যেতে পারে বিশ্বভারতীর সংগ্রশালা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির কাণ্ডটি। এমনই এক ঘটনা ঘটেছে হায়দরাবাদের নিজাম মিউডিয়ামে।

নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য

হায়দরাবাদে যাঁরাই বেড়াতে গিয়েছেন , তাঁরা মিউজিয়ামটি না দেখে ফেরেননি। শুধু পর্যটক নয়, স্থানীয়দের কাছেও হায়দরাবাদের নিজামের মিউজিয়ামের ব্যাপক আকর্ষণ রয়েছে। আর সেখান থেকেই রাতারাতি উধাও নিজামের রাজকীয় সোনার চায়ের কাপ, সোনার টিফিনবক্স!

নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য

নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নিজাম মিউজিয়ামের 'পুরানি হাভেলি' -তে ঢুকে পড়ে কয়েকজন। আর তারাই এই মহামূল্য সামগ্রী চুরি করেছে বলে অনুমান পুলিশের। চোরেরা রাতের অন্ধকারে ভেন্টিলেটর ভেঙে মিউডিয়ামের ওই ঘরে ঢোকে বলে আপাতত অনুমান করা হচ্ছে। আর সেই ঘরেই সাজানো ছিল হীরেখচিত ২ কেজি ওজনের টিফিনবক্স। শুধু হীরে নয় তিন থাকের টিফিনবক্সে খচিত ছিল মহামূল্যবান রুবি পাথরও। সঙ্গে ছিল সোনার চায়ের কাপ। যার আন্তর্জাতিক বাজারদর ৫০০ কোটি টাকা। অপরাধীদের ধরতে ১০ টি আলাদা আলাদা টিম গঠন করেছে হায়দরাবাদ পুলিশ।

নিজামদের সোনার চায়ের কাপ, হীরে খচিত টিফিনবক্স উধাও ! হায়দরাবাদ জুড়ে চাঞ্চল্য

প্রশ্ন উঠছে, এত মহামূল্যবান সামগ্রী মিউজিয়ামের যে ঘরে রয়েছে, সেই ঘরের নিরাপত্তা এতটা ঢিলে হল কীভাবে?কাঠের ভেন্টিলেটরটি ভেঙে দুবৃত্তরা প্রবেশ করায় সিসিটিভিতে তাঁদের মুখ চেনা অসম্ভব, কারণ ওই ঘরে সিসিটিভি লাগানো রয়েছে ভেন্টিলেটররের নিচে। সব মিলিয়ে আপাতত ব্য়াপক চাঞ্চল্য হায়দরাবাদ জুড়ে।

English summary
Nizam’s gold tiffin box, teacup stolen from Hyderabad museum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X