For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে সাইক্লোন 'নিভার'এর বলি ৩! ঝড় এগোতেই রেড অ্যালার্ট জারি কোথায়

তামিলনাড়ুতে সাইক্লোন 'নিভার'এর বলি ৩! ঝড় এগোতেই রেড অ্যালার্ট জারি কোথায়

  • |
Google Oneindia Bengali News

পুদুচেরির বুকে আছড়ে পড়তেই শক্তি হারিয়েছে সাইক্লোন নিভার। এরপর যদিও তামিলনাড়ুর তরফে জানানো হয়েছে যে সেভাবে মৃত্যু সংবাদ সকাল বেলা কিছু উঠে আসেনি, তবে দিন গড়াতেই দুঃসংবাদ আসা শুরু হয়ে যায়।

মধ্যরাতের অন্ধকারে কোন গতিতে আছড়ে পড়ে নিভার

মধ্যরাতের অন্ধকারে কোন গতিতে আছড়ে পড়ে নিভার

জানা গিয়েছে বুধবার রাতে সাড়ে ১১ টা থেকে ২ টোর মধ্যে পুদুচেরির কাছে ল্য়ান্ডফল হয় নিভারের। নিভারের ল্যান্ডফল শুরু হতেই ঝড়ের বেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে বেড়ে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে চলতে শুরু করে।

 নষ্ট ১১০ টি বাড়ি, ৩৮০ টি গাছ পড়েছে তামিলনাড়ু জুড়ে!

নষ্ট ১১০ টি বাড়ি, ৩৮০ টি গাছ পড়েছে তামিলনাড়ু জুড়ে!

তামিলনাড়ুর যুগ্ম সচিব জানিয়েছেন, গোটা তামিলনাড়ুতে ৩৮০ টি গাছ পড়েছে। নষ্ট হয়েছে ১১০ টি বাড়ি। প্রবলভাবে বিধ্বসস্ত হয়ে পড়েছে গোটা তামিলভূম। এদিকে, স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দলের সহযোগিতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলেছে।

 মৃত ৩, কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস

মৃত ৩, কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস

শুঝু সম্পত্তির ক্ষয়ক্ষতিই নয়, ৩ জনের মৃত্যুর খবরও এসেছে নিভারের জেরে। ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিক শাহ কথা বলেন তামিলনাড়ু ও পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্রের তরফে যথা সাধঅয সাহায্য তামিলনাড়ু ও পুদুচেরিকে দেওয়া হবে।

বন্যায় বিপর্যন্ত চেন্নাই!

বন্যায় বিপর্যন্ত চেন্নাই!

এদিকে প্রবল ষ্টি ও রিজার্ভার খোলার পর থেকে বানভাসী চেন্নাই। শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। এদিক অবিরাম বর্ষণে রীতিমতো বিধ্বস্ত এই তামিলনগরী। বহু জায়গায় গাছ পড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।

রেড অ্যালার্ট জারি

রেড অ্যালার্ট জারি

এদিকে, ঝড় ক্রমাগক শক্তি হারিয়ে 'সাইক্লোন ঝড়' এ রূপান্তরিত হয়েছে। এদি ক্রমেই উত্তর পশ্চিম বরাবর এগোতে শুরু করেছে । আর তার দেরেই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। চিত্তুর , কুরনুল, রায়ালসীমা ঘিরে জারি রয়েছে লাল সতর্কতা।

 হলুদ সতর্কতা কোন রাজ্যে?

হলুদ সতর্কতা কোন রাজ্যে?

শুধু অন্ধ্রপ্রদেশ নয়, কর্ণাটক, ও দক্ষিণ কর্ণাটকের কোলার, বেঙ্হালুরু আরবান, চিকবালপুর, টুমকুরতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এখানে ২৯ নভেম্বর পর্যন্ত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজও দগদগে ২৬/১১-র স্মৃতি! মুম্বই হামলা থেকে শিক্ষা নিয়ে কতটা শক্তি বাড়ল উপকূল রক্ষা বাহিনীরআজও দগদগে ২৬/১১-র স্মৃতি! মুম্বই হামলা থেকে শিক্ষা নিয়ে কতটা শক্তি বাড়ল উপকূল রক্ষা বাহিনীর

English summary
Nivar Cyclone claims 3 lives , know the latest forecast as the strom weakens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X