For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ মাসেই 'পল্টুরাম' নীতীশ, আরএসএস প্রধানের সঙ্গে এক মঞ্চে বসা নিয়ে সমালোচনা লালুর দলের

সঙ্ঘ মুক্ত ভারত গড়ার ডাক দেওয়ার ১৮ মাস পরে ভোজপুরে সেই সঙ্ঘ প্রধানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে বিহারের মুখ্যমন্ত্রীকে। নীতীশ কুমারের এই অবস্থানকে 'পল্টুরাম' বলে কটাক্ষ করেছে আরজেডি।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

সঙ্ঘ মুক্ত ভারত গড়ার ডাক দেওয়ার ১৮ মাস পরে ভোজপুরে সেই সঙ্ঘ প্রধানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে বিহারের মুখ্যমন্ত্রীকে। আরএসএস প্রধানের সঙ্গে এক মঞ্চে হাজির থাকা নিয়ে নীতীশ কুমারের অবস্থানের সমালোচনা করেছে আরজেডি। নীতীশ কুমারের এই অবস্থানকে 'পল্টুরাম' বলে কটাক্ষ করেছে আরজেডি।

 ১৮ মাসেই 'পল্টুরাম', নীতীশের সমালোচনায় লালুর দল

উপলক্ষ্য রামানুজ আচার্যের ১০০০ তম জন্মবার্ষিকী। সেই অনুষ্ঠানেই বিহারের ভোজপুরে একমঞ্চে বুধবার হাজির থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরএসএস প্রধান মোহন ভগবত। ১১ শতকের এই চিন্তাবিদ জন্মগ্রহণ করেছিলেন ১০১৭ খ্রিস্টাব্দে। ভক্তি আন্দোলনেও যথাযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।

বিজেপি এবং আরএসএস সূত্রের খবর, ছান্দোয়ায় 'ধর্ম সংসদ'-এর একই মঞ্চে হাজির থাকতে চলেছেন নীতীশ কুমার এবং মোহন ভগবত। পটনা থেকে প্রায় ৬৫ কিমি দূরে হতে চলেছে এই অনুষ্ঠান। রামানুজ অনুগামীরা সেখানে একটি যজ্ঞেরও আয়োজন করছেন বলে সূত্রের খবর।

জেডিইউ মুখপত্র অবশ্য ঘটনাটিকে একই মঞ্চে উপস্থিতি বলতে নারাজ। একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্য অনেকের মতোই আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছে জেডিইউ।

 ১৮ মাসেই 'পল্টুরাম', নীতীশের সমালোচনায় লালুর দল

যদিও নীতীশ কুমারের এই অবস্থান একেবারে বিপরীত। ২০১৬-র এপ্রিলে বিজেপি বাদ দিয়ে বাকি দলগুলিকে নিয়ে সঙ্ঘ-মুক্ত ভারত গঠনের ডাক দিয়েছিলেন এই নীতীশ কুমারই।

আরএসএস প্রধানের সঙ্গে এক মঞ্চে হাজির থাকা নিয়ে নীতীশ কুমারের অবস্থানের সমালোচনা করেছে আরজেডি। নীতীশ কুমারের এই অবস্থানকে 'পল্টুরাম' বলে কটাক্ষ করেছে আরজেডি।

English summary
Nitish, who coined Sangh-mukt Bharat, to share dias with Mohan Bhagwat. Eighteen months after he gave a clarion call for a Sangh-mukt Bharat(an India free of RSS), Bihar Chief Minister Nitish Kumar is likely to share dais with the RSS chief Mohan Bhagwat on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X