তেজস্বীকে এবার বড় 'ধাক্কা' দেওয়ার মেজাজে নীতীশের জেডিইউ! বিহারে উঠল কোন দাবি
ভোট পরবর্তী রাজনীতিতে রীতিমতো তুঙ্গে বিহারের পারদ। বিহার মন্ত্রিসভা গঠনের পরই জেডিইউয়ের মেওয়ালালের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে পরাদ চড়িয়ে ছিলেন জেডিই নেতারা। যার ফলে নীতীশ মন্ত্রিসভাকে বড় 'ধাক্কা' দিয়ে বেরিয়ে যান মেওয়ালাল। এবার পাল্টা চাল জেডিইউয়ের।

জেডিইউয়ের নিশানা তেজস্বীর দিকে
এবার বিহারে বিরোধী নেতার আসন যাতে লালুপুত্র তেজস্বী দখলে রাখতে না পারেন, তার তোরজোড় শুরু হয়ে গেল জেডিইউ শিবিরে। জেজিইউয়ের দাবি,তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। ফলে তিনি কিছুতেই বিপক্ষের নেতা হতে পারেন না।

ধুন্ধুমার সংঘাত জেডিইউ বনাম আরজেডির
এর আগে আরজেডি দাবি করে নীতীশ মন্ত্রিসভার একের পর এক নেতা দুর্নীতি গ্রস্ত। তাঁদের হাতে বিহারের মন্ত্রিত্বের দায়িত্ব অনুচিত। সেই দুর্নীতি প্রসঙ্গে নাম উঠে আসে বিহারে সদ্য শিক্ষামন্ত্রী পদে শপথ নেওয়া মেওয়ালাল চৌধুরীর।

মেওয়ালালের পদত্যাগ ও পাল্টা জেডিইউ
দুর্নীতিতে নাম জড়ানোর অভিযোগের পর বিহারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মেওয়ালাল। এরপর তেজস্বীর রেকর্ড খুলে বসে জেডিইউ। তেজস্বীর বিরুদ্ধে বিহারে যে কয়টি দুর্নীতির অভিযোগ রয়েছে তা নিয়ে এবার জেডিইউ সরব হয়েছে। তাদের জাবি, একাধিক দুর্নীতির মামলা নিয়ে বিধানসভায় বিপক্ষ নেতার আসনে তেজস্বী বসতে পারবেন না। কারণ নীতীশ সরকার 'জিরো টলারেন্স' নিয়ে বিহার শাসনে ব্রতী।

'বিজেপি ফেক নিউজের পার্টি, অমিত মালব্য মিথ্যাচার শেখাতে এসেছেন বাংলায়’