For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজস্বী যাদবকে নীতীশ কুমারের সঙ্গে জোটের আগে সাবধান করেছিল বিজেপি! অভিযোগ জেডিইউ নেতার

তেজস্বী যাদবকে নীতীশ কুমারের সঙ্গে জোটের আগে সাবধান করেছিল বিজেপি! অভিযোগ জেডিইউ নেতার

Google Oneindia Bengali News

আশঙ্কা করেছিলেন, উদ্ধব ঠাকরের মতো পরিণতি হতে পারে। কিন্তু মহারাষ্ট্রের উল্টাপুরাণ। বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে অস্টম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ কুমার। বিহারের সরকারে থাকতে বিজেপি মরিয়া চেষ্টা করেছিল। জেডিইউয়ের তরফে জানানো হয়, বিজেপি নীতীশ কুমারের সঙ্গে জোট করার আগে আরজেডিকে সতর্ক করার চেষ্টা করেছিল। জোট করার আগে বিজেপি তেজস্বী যাদবকে তিন - চারদিন অপেক্ষা করার কথা বলেছিল। যদিও বিজেপির সেই পরামর্শ আরজেডি পাত্তা দেননি তেজস্বী কুমার বলেই নীতীশ কুমারের দল জানিয়েছে।

বিজেপি নীতীশ কুমারকে সরাতে চেয়েছিল

বিজেপি নীতীশ কুমারকে সরাতে চেয়েছিল

বিজেপির সঙ্গে জোট ভাঙার পর নীতীশ কুমার বলেছিলেন, 'বিজেপি আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেছে, তা সবাই দেখেছেন।' অন্যদিকে, জেডিইউয়ের তরফে জানানো হয়েছে, বিজেপি আসলে নীতীশ কুমারকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল। শুধু তাই নয়, বিজেপি সঙ্গে জোট ছাড়ার পর নীতীশ কুমার যাতে অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধতে না পারে, সেই বিষয়েও চেষ্টা করেছিল। আরজেডিকে নীতীশ কুমারের সঙ্গে জোট বাঁধার আগে তিন-চারদিন অপেক্ষা করতে বলেছিল। অন্যদিকে, বিজেপি ক্ষমতায় থাকার জন্য বিকল্প উপায় খোঁজার চেষ্টা করেছিল। কিন্তু আরেজেডির তেজস্বী যাদব বিজেপির কথাকে গুরুত্ব দেননি। কারণ সবাই জানে, বিজেপির অভিসন্ধি আসলে কী।

বিজেপি বিরুদ্ধে অভিযোগ

বিজেপি বিরুদ্ধে অভিযোগ

নীতীশ কুমার ও তাঁর দল জেডিইউ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছে। বিজেপি মিত্র শক্তিদের উপযুক্ত সম্মান দেখাতে পারে না। বার বার বিহারে বিজেপির বিধায়করা নীতীশ কুমারকে অপমান করেছেন বলে অভিযোগ। নামেই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, বিহারের ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন অমিত শাহ বলে জেডিইউয়ের তরফে একাধিকবার অভিযোগ করা হয়েছে। বার বার প্রকাশ্যে এসেছে বিহারের স্পিকার বিজয় কুমার সিনহার সঙ্গে নীতীশ কুমারের বিরোধ। নীতীশ কুমারকে ক্রমাগত বিজয় কুমার সিনহা অপমান করেন বলে অভিযোগ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিজয় কুমার সিনহাকে সরিয়ে দেওয়ার আবেদন করেন নীতীশ কুমার। কিন্তু বিজেপির কেন্দ্র নেতৃত্ব তা কর্ণপাত করেননি। বিধানসভার একাধিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের নাম থাকত না। বার বার বিজেপির মন্ত্রীদের থেকে অপমানিত হতে হয়েছিল নীতীশ কুমারকে যা বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকটাই দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

খলনায়ক রামচন্দ্র প্রসাদ সিং

খলনায়ক রামচন্দ্র প্রসাদ সিং

জেডিইউয়ের তরফে জানানো হয়েছে, দলে অভ্যন্তরে বিজেপিরচর একজনই ছিল। দলের নেতারা আরসিপি সিংকে বিজেপির চর বলে উল্লেখ করেন। জেডিইউয়ের নেতারা জানিয়েছেন, আরসিপি সিং ছাড়া দলের সবাই নীতীশ কুমারের সঙ্গে রয়েছেন। রামচন্দ্র প্রসাদ সিংহের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে শুরু করেছিলেন।

গ্রেফতার অনুব্রত মণ্ডল! গরুপাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে তুলে আনল সিবিআই গ্রেফতার অনুব্রত মণ্ডল! গরুপাচার মামলায় বোলপুরের বাড়ি থেকে তুলে আনল সিবিআই

English summary
Nitish Kumar team claim that BJP said Tejashwi Yadav to wait three four days for new alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X