For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী হলেন নীতিশ, বিজেপি বিরোধী শক্তিপ্রদর্শন শপথগ্রহণ অনুষ্ঠানে!

Google Oneindia Bengali News

পাটনা, ২০ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করেছে নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদবের মহাজোট। আজ, শুক্রবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার। আর এই অনুষ্ঠানে অধিকাংশ বিজেপি-বিরোধী তারকা রাজনীতিবিদ উপস্থিত থাকতে চলেছেন। হয়তো এই থেকেই ভবিষ্যত জোট ও রাজনৈতিক সমীকরণের চিত্রটা কিছুটা হলেও পরিস্কার হবে। তবে বিজেপি বিরোধী শক্তিপ্রদর্শন হবে শপথগ্রহণ অনুষ্ঠানে তা বলাই বাহুল্য। [বিহার বিধানসভা নির্বাচন ফল : মহাজোটে বাজিমাত নীতিশের, এনডিএ-র স্বপ্ন বাক্সবন্দিই রয়ে গেল!]

পাটনার গান্ধী ময়দানে আজ, শুক্রবার দুপুর ২টোর সময় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সংযুক্ত জনতা দলের মহাজোট সঙ্গী কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং গুলাম নবি আজাদ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। [এই ফ্যাক্টরগুলি কাজ করেছে মহাজোটের পক্ষে আর বিজেপির বিপক্ষে!]

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তৈরি নীতিশ, বিজেপি বিরোধী শক্তিপ্রদর্শন হবে শপথগ্রহণ অনুষ্ঠানে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের নির্বাচনে নীতিশ কুমার ও লালুপ্রসাদের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার চালিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। যদিও নীতিশের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আমন্ত্রণ গিয়েছে। কিন্তু তিনি উপস্থিত থাকতে না পারায় কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এবং রাজীব প্রতাপ রুডি উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। [(ছবি) বিহারের বিধানসভা নির্বাচনের ফল : রাজনৈতিক মহলে কে কী বলছেন]

নীতিশের শপথে মহাজোটের জয়ের বড় ভাগিদার রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদব উপস্থিত থাকবেন। থাকবেন সংযুক্ত জনতা দলের সভাপতি শরদ যাদব।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য নীতিশের শপথগ্রহণে উপস্থিত থাকবে বিজেপির জোটসঙ্গী শিবসেনা। আমন্ত্রণ গ্রহণ করেছে দল, এবং প্রতিনিধি হিসাবে মহারাষ্ট্রের দুই মন্ত্রী রাম দাস কদম এবং সুভাষ দেশাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। [বিহার নির্বাচন : মোদীর হার নিয়ে কী প্রতিক্রিয়া বিদেশি মিডিয়ার]

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। এঁরা প্রত্যেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন।

এছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী তথা, বীরেন্দ্র সিং (হিমাচল প্রদেশ), সিদ্দারামাইয়া (কর্ণাটক), তরুণ গগৌ (অসম), ইবোবি সিং (মনিপুর) এবং নবম টুকিকে (অরুণাচল প্রদেশ) আমন্ত্রণ জানানো হয়েছে। [বিজেপি অন্দরে নবীন বনাম প্রবীন কোন্দল চরমে, বুঝিয়ে দিল বিহার নির্বাচনের ফল!]

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনের নজরদারি করবেন পাটনার ডিভিশনাল কমিশনার আনন্দ কিশোর। তিনি জানিয়েছেন, এত ভিভিআইপি ব্যক্তিত্ব আসছেন যে তাদের নিরাপত্তার জন্য ২০০০ নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হয়েছে। ২টি ক্যানোপি আকারের মঞ্চ তৈরি করা হয়েছে ভিভিআইপি ও যারা এসপিজি নিরাপত্তার অধীনে তাঁদের জন্য। মুখ্য মঞ্চে নীতিশ কুমার ও তার নয়া মন্ত্রীরা থাকবেন। সংলগ্ন মঞ্চে নয়ানির্বাচিত বিধায়করা থাকবেন।

English summary
Bihar Set For Nitish 3, Opposition Show Of Strength At Oath Ceremony Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X