For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে বিহারে 'ঘর ওয়াপসি'-র পথে নীতীশ কুমার

সবকিছু ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যেই পুরনো এনডিএ জোটে ফিরতে চলেছে নীতীশ কুমারের জেডিইউ।

  • |
Google Oneindia Bengali News

সবকিছু ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যেই পুরনো এনডিএ জোটে ফিরতে চলেছে নীতীশ কুমারের জেডিইউ। প্রায় চারবছর আলাদা থাকার পরে ফের নীতীশের 'ঘর ওয়াপসি'-র দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে আলোচনা অব্যাহত।

অবশেষে বিহারে 'ঘর ওয়াপসি'-র পথে নীতীশ কুমার

একসময়ে যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে বিরোধের জেরে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক চুকিয়েছিলেন নীতীশ কুমার, এবার সেই বিজেপির হাত ধরেই ফের বিহারের মুখ্যমন্ত্রীর তখতে বসেছেন তিনি। লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে মহাজোট ভেঙে সুশীল মোদীর বিজেপিকে পাশে নিয়ে ফের সরকার গড়েছেন নীতীশ।

তারপরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নীতীশকে ফের এনডিএ জোটে ফেরার আহ্বান জানিয়েছেন। সেই প্রেক্ষিতেই লোকদেখিয়ে আনুষ্ঠানিকভাবে এনডিএতে যোগ দিতে পারেন নীতীশ ও তাঁর দল জেডিইউ।

সূত্রের খবর, ২৫ অগাস্টের পর কোনও একদিন ফের এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেক্ষেত্রে অন্তত দুজন জেডিইউ প্রতিনিধিকে দেখা যেতে পারে। সেই সূত্রে আগামী সপ্তাহে নীতীশ দিল্লি সফরে যাবেন। সেখানে এনডিএ শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফের একবার আলোচনা হবে। তার আগে ১৯ অগাস্ট জেডিইউ নেতৃত্ব নিজেরা রেজোলিউশন পাশ করবে এনডিএ-তে যোগদানের।

এই বৈঠকে শরদ যাদবের পক্ষের বিক্ষুব্ধরা বিরোধিতা করতে পারে বলে খবর। তবে নীতীশ কুমারের গোষ্ঠী রেজোলিউশন পাশ করিয়ে নিতে পারবে বলে আশাবাদী। এখন দেখার ভবিষ্যতে কী হয়।

English summary
Nitish Kumar set to join NDA, resolution on August 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X