For Quick Alerts
For Daily Alerts
মন্ত্রক নিয়ে দরাদরির জেরে বিলম্ব? নীতীশকে বিহারের মুকুট পরানোর আগে চূড়ান্ত বৈঠক রবিবার
মন্ত্রক বণ্টন এবং মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী রবিবার বৈঠকে বসছে বিহারের এনডিএর চারটি দল। এমনটাই জানালেন নীতীশ কুমার। সেখানেই নীতীশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে বলেও জানা গিয়েছে সূত্র মারফত। যদিও আগে জানা গিয়েছিল যে ১৬ নভেম্বর নীতীশ কুমার শপথ নিতে পারেন। তবে সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
{photo-feature}
বঙ্গ নির্বাচনে দিকে তাকিয়ে বিহারের মসনদে বসানো হচ্ছে নীতীশকে, নেপথ্যে কোন সমীকরণ?