For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেঁয়াজের প্রহারে কুপোকাত! বিহারের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন নীতীশ?

Google Oneindia Bengali News

প্রচারের সময় বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের দিকে উড়ে এল পেঁয়াজ৷ মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় তাঁকে লক্ষ্য় করে ভিড় থেকে কেউ সেটি ছোড়ে৷ তবে, সেটি নীতীশ কুমারের শরীরে আঘাত করেনি বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্য়মের তরফে জানানো হয়েছে৷ আজ তৃতীয় দফার নির্বাচনের প্রচারে বিহারের মধুবনিতে জনসভা করছিলেন জেডিইউ প্রধান নীতীশ কুমার৷

পেঁয়াজ ছোড়া হয় নীতীশকে উদ্দেশ্য করে

পেঁয়াজ ছোড়া হয় নীতীশকে উদ্দেশ্য করে

জানা গিয়েছে মঞ্চে যখন, বিহারের কর্মসংস্থান নিয়ে মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ভাষণ শুরু করেন, সেই সময়েই তাঁর দিকে পেঁয়াজ ছোড়া হয়৷ তবে, সেটি তাঁর শরীরে লাগেনি৷ মুহূর্তের মধ্য়ে নীতীশের নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে ফেলেন৷

ভাষণ থামিয়ে দেন নীতীশ

ভাষণ থামিয়ে দেন নীতীশ

এই ঘটনার পর শান্ত থেকেই নীতীশ কুমার তাঁর ভাষণ থামিয়ে দিয়ে বলেন, তাঁর দিকে যে যাই ছুড়বে তিনি তাই গ্রহণ করবেন৷ এদিনের সভায় আরজেডি নেতা তথা মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে আক্রমণ করেন নীতীশ কুমার ৷ লালু প্রসাদ যাদবের সময়ের শাসন ব্য়বস্থার কথা মনে করিয়ে তিনি বলেন, একসময় ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১৫ বছরের শাসনে আরজেডি কী করেছিল, তা বিহারের যুবকরা জানেন৷

পাল্টা আক্রমণ আরজেডিকে

পাল্টা আক্রমণ আরজেডিকে

এরপরই মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার বলেন, ১০ লক্ষের মধ্য়ে মাত্র ৯৫ হাজার চাকরির সংস্থান করেছিল লালুপ্রসাদ যাদবের সরকার৷ কিন্তু, তাঁর সরকার ৫ বছরে ৬ লক্ষ চাকরির ব্য়বস্থা করেছে বলে দাবি করেন নীতীশ কুমার৷ সব মিলিয়ে বিহারের তৃতীয় ও শেষ দফার নির্বাচনের আগে আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট বিহারের রাজনীতি৷ আগামী ১০ নভেম্বর বিহার নির্বাচনের ফলপ্রকাশ হবে৷

<strong>সবাইকে অবাক করে বাইডেনকে পিছনে ফেললেন ট্রাম্প! মার্কিন নির্বাচনে কোন চমকের ইঙ্গিত?</strong>সবাইকে অবাক করে বাইডেনকে পিছনে ফেললেন ট্রাম্প! মার্কিন নির্বাচনে কোন চমকের ইঙ্গিত?

English summary
Nitish Kumar's jibe back at RJD and Tejashwi after Onions being thrown at him during Election rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X