বিহারে শেষ হাসি কার- নীতীশ না লালুর, একনজরে এবিপি-সি ভোটারের সমীক্ষা
বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরতে চলেছেন নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ জোট। এবিপি-সি ভোটারের সমীক্ষায় আভাস টানা চারবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমারই। বিজেপি-জেডিইউয়ের পক্ষেই রায় দিতে চলেছেন বিহারবাসী। লালুপ্রসাদের দল পিছিয়ে পড়বে অনেকটাই।

বিহারে কি ফের ক্ষমতায় ফিরছেন নীতীশ কুমার
এবিপি-সি ভোটারের সর্বশেষ সমীক্ষাতেও আভাস বিহারে ফের ক্ষমতায় ফিরতে চলছেন নীতীশ কুমার। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোটের কপালেই উঠতে চলেছে বিজয় তিলক। এমনই আভাস দিয়েছে সমীক্ষা। ২৪৩ আসনের বিধানসভায় প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল করতে পারে বিজেপি-জেডিইউ জোট।

বিজেপি-জেডিইউ জোট কত আসন পেতে পারে
এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস, বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন জোট ২০২০-র নির্বাচনে ১৩৫ থেকে ১৫৯টি আসন পেতে পারে। এই সমীক্ষা রিপোর্ট সত্যি হলে বিহার নির্বাচনে জিতে চারবারের জন্য নীতীশ কুমারের বিহারের কুর্সি দখল একপ্রকার পাকা হয়ে যাবে। মহাজোটকে এবার নীতীশ কুমারের নেতৃ্ত্বাধীন জোটের কাছে পর্যুদস্ত হতে হবে।

আরজেডি-কংগ্রেস কত আসন পেতে পারে
নীতীশের নেতৃত্বধীন বিজেপি-জেডিইউ জোট যেখানে সর্বোচ্চ ১৬১টি আসন পেতে পারে, সেখানে বিরোধী মহাজোট পেতে পারে সর্বো্চ ৯৮টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষার পূর্বাভাস তেজস্বী যাদবের নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডি জোট পেতে পারে ৭৭ থেকে ৯৮টি আসন। এবিপি-সি ভোটার সমীক্ষায় ইঙ্গিত বিহারে এনডিএ ছেড়ে এলজেপি পেতে পারে ১ থেকে ৫টি আসন। অনান্যরা পেতে পারেন ৪ থেকে ৮টি আসন।

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল
বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব। বিজেপি পেয়েছিল ৫৩টি আসনম। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি।