For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিহারের দায়িত্বে আসতে পারেন নীতিশ কুমার, সোমবার শপথ গ্রহণের সম্ভাবনা

ফের বিহারের দায়িত্বে আসতে পারেন নীতিশ কুমার

Google Oneindia Bengali News

বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবারের মতো আগামী সপ্তাহে শপথ নিতে ‌পারেন নীতীশ কুমার। যদিও এখন কোনও দিন ঠিক করা হয়নি। বিশ্বস্ত সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে। যদিও রাজনৈতিক মহলের কানাঘুঁষো অনুযায়ী তিনি সোমবার ভাইফোঁটার পবিত্র উৎসবের দিন এই শপথ নেবেন।

ফের বিহারের দায়িত্বে আসতে পারেন নীতিশ কুমার, সোমবার শপথ গ্রহণের সম্ভাবনা


বৃহস্পতিবার তিনি রাজ্যের সদর দফতরে গিয়ে সদ্য নির্বাচিত বিধায়ক ও অন্যান্য জেডি(‌ইউ)‌ কর্মীদের সঙ্গে দেখা করেন। রাজ ভবন সূত্রে জানা গিয়েছে যে শুথ অনুষ্ঠান কবে ও কখন হবে এ সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই। মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় শপথ নেওয়ার আগে প্রথা অনুযায়ী রাজ্যপালের কাছে নীতীশ কুমারকে পদত্যাগপত্র জমা দিতে হবে। জানা গিয়েছে, নীতীশ কুমারের পাশাপাশি উপ–মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নিতে পারেন সুশীল মোদী।

যদিও নবনির্বাচিত এনডিএর বিধায়করা এখনও নীতীশ কুমারের সঙ্গে দেখা করেননি এবং তাঁকে তাঁদের নেতা বলে মেনেও নেননি। সদ্য শেষ হওয়া বিহারের বিধানসভা নির্বাচনে নীতিশের দলের তুলনায় সহযোগী জোট বিজেপি বেশি সংখ্যায় আসন জিতেছে। অনেক বিজেপি নেতার মতেই, এবার গেরুয়া শিবিরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী করা হোক কোনও জয়ী প্রার্থীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা নীতীশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। মুখ্য নির্বাচক অফিসার এইচ আর শ্রীনিবাস যদিও বিধানসভায় জয়ী প্রার্থীদের তালিকা তৈরি করে গর্ভনর ফাগু চৌহানের কাছে রাজ ভবনে পাঠিয়ে দিয়েছেন।

করোনা আক্রান্ত সচিন পাইলট, টুইটে দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের করোনা আক্রান্ত সচিন পাইলট, টুইটে দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের

English summary
nitish kumar may take oath on monday as a chif minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X