For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার বাংলোয় ভুত ছেড়েছেন নীতীশ', আজব দাবি লালুর ছেলে তেজের

তেজের অভিযোগ, নীতীশ ও সুশীল মোদী তাঁর সরকারি বাংলোয় ভূত ছেড়ে দিয়েছেন। সেজন্য বাধ্য হয়ে তাকে বাংলো ছাড়তে হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিহারে যবে থেকে আরজেডি ও জেডিইউ-এর জোট ভেস্তে গিয়েছে, তবে থেকে দুই দলের নেতাদের দোষারোপের পালা শেষ হচ্ছে না। বিশেষ করে আরজেডি নানা সময়ে একেরপর এক আক্রমণে বিদ্ধ করেছেন জেডিইউ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। এমনকী উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকেও দোষ দিতে ছাড়েননি আরজেডি নেতৃত্ব।

'আমার বাংলোয় ভুত ছেড়েছেন নীতীশ', আজব দাবি লালুর ছেলে তেজের

লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব নতুন অভিযোগ নিয়ে হাজির হয়েছে নীতীশের বিরুদ্ধে। তেজের অভিযোগ, নীতীশ ও সুশীল মোদী তাঁর সরকারি বাংলোয় ভূত ছেড়ে দিয়েছেন। সেজন্য বাধ্য হয়ে তাকে বাংলো ছাড়তে হয়েছে।

সংবাদমাধ্যমকে এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, আমি সরকারি বাংলো ছাড়তে বাধ্য হয়েছি কারণ নীতীশ কুমার ও সুশীল মোদী আমায় ভয় দেখানোর জন্য বাংলোয় ভূত ছেড়েছেন।

ঘটনা হল, জোট ভেঙে যাওয়ার পরে বিহারের মন্ত্রী পদে থাকা তেজ প্রতাপকে সরতে হয়। সরকারি বাংলো ছাড়তে বলে নীতীশ সরকার। তা নিয়েই এখন ভূতের অভিযোগ করছেন তেজপ্রতাপ।

তবে এটাই প্রথম নয়। এর আগেও তেজপ্রতাপ নীতীশ কুমারকে বাছা বাছা বিশেষণে আক্রমণ করেছেন। এমনকী সুশীল মোদীর ছেলের বিয়েতেও দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তেজপ্রতাপের বিরুদ্ধে।

English summary
RJD leader Tej Pratap Yadav's weird allegation against Bihar CM Nitish Kumar and Deputy CM Sushil Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X