For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিশাসিত রাজ্যেই এনআরসিতে 'না', মোদী-শাহকে বার্তা দিয়ে নীতীশ দেখালেন পথ

মোদী-শাহকে কাঁচকলা দেখালেন জোটসঙ্গী নীতীশ! ভোটের মুখে থোড়াই কেয়ার এনআরসিতে

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সমর্থনে সরকার রয়েছে বিহারে। তবু মোদী-শাহদের কেয়ার করছেন না নীতীশ কুমার। বুক বাজিয়ে বিহারে এনআরসি রদের প্রস্তাব পাস করিয়ে নিলেন তিনি। ভোটের মুখে মোদী-শাহকে বার্তা দিলেন বিহার বিধানসভায় এনআরসি রদের প্রস্তাব পাস করে। তিনি বুঝিয়ে দিলেন, জোটে থাকতে চাইলে থাকুন, কিন্তু জোটের নীতি প্রণয়ন করবেন তিনিই।

জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়নে না

জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়নে না

মঙ্গলবার বিহার বিধানসভায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়ন না করার জন্য একটি প্রস্তাব পাস হয়ে গেল। একইসঙ্গে জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এরপিআর বাস্তবায়নের জন্য একটি প্রস্তাব পাস করেছেন নীতীশ কুমার। তবে এনপিআর বাস্তবায়নে একটি সংশোধনী আনার প্রস্তাবও দেওয়া হয়েছে কেন্দ্রকে।

এনপিআরের ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদে চিঠি

এনপিআরের ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদে চিঠি

রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, বিহার সরকার এনপিআরের ফর্ম থেকে 'বিতর্কিত ধারা' বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে ইতিমধ্যে। বিধানসভায় আরও বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী কুমার বলেন, আমি নিজেই আমার মায়ের জন্মের তারিখ জানি না। তা কোন মুখে অন্যের কাছে সেই নথি চাইব।

বর্ণভিত্তিক আদমসুমারির পক্ষে সওয়াল নীতীশের

বর্ণভিত্তিক আদমসুমারির পক্ষে সওয়াল নীতীশের

তিনি বলেন, কোনওমতেই রাজ্যে এনআরসি কার্যকর করা উচিত হবে না, উচিত নয়ও। রাজ্য বিধানসভায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারকে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, দেশে বর্ণভিত্তিক আদমসুমারি করা উচিত। এটা আমাদের দাবি।

বিহারে এনআরসির কোনও প্রশ্ন নেই : নীতীশ

বিহারে এনআরসির কোনও প্রশ্ন নেই : নীতীশ

এর আগে ১৩ জানুয়ারী বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে এনআরসি বাস্তবায়নের কোনও প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত মহড়ার বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন, বিহারে এনআরসির কোনও প্রশ্ন নেই। এটি কেবল অসমের জন্যই প্রস্তাবিত ছিল।

English summary
Bihar Assembly has passed a resolution to not implement NRC. Nitish Kumar gives message to Modi-Shah not implement NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X