For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভেদ ভুলে লালুর দিকে ফের ঝুঁকছেন নীতিশ! বিহারের জোট-রাজনীতি কি নাটকীয় মোড়ের পথে

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ভোট-অঙ্কের প্রেক্ষাপটে জোট-অঙ্কও বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। আর এই জোট-অঙ্ক প্রভাব ফেলছে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ভোট-অঙ্কের প্রেক্ষাপটে জোট-অঙ্কও বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে। আর এই জোট-অঙ্ক প্রভাব ফেলছে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে। খবর, ফের একবার লালুপ্রসাদের দিকেই ঝুঁকছেন নীতিশ কুমার। লালু আরজেডির সঙ্গে গত বছরেই বিচ্ছেদ হয় নীতিশের জেডিইউ-এর। বিজেপির সঙ্গে জোট বেঁধে পরথ চলতে শুরু করে নীতিশের জেডিইউ। তবে এবার খবর, ফের একবার সেই মহাজোটের রাস্তাতেই ফিরে যেতে চান নীতিশ।

বিভেদ ভলে লালুর দিকে ফের ঝুঁকছেন নীতিশ! বিহারের জোট-রাজনীতি কি নাটকীয় মোড়ের পথে

বিজেপির সঙ্গে নীতিশের জেডিইউ ঘর করেছে প্রায় একবছর। কিন্তু এরমধ্যে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দুর্নীতি মামলায় নাম জড়িয়ে নীতিশ সঙ্গ ছাড়া হন লালু। জেলবন্দি অবস্থায় দিন কাটতে থাকে লালুর। একাধিক দুর্নীতি মামলায় নাম জড়ায় তাঁর পরিবারের সদস্যদের। নীতিশের বিরুদ্ধে গর্জে ওঠেন লালুপুত্র তেজস্বী । বিজেপির সঙ্গে জেডিইউ যখন সরকার গড়তে যায়, তখন তা আইনি পথে আটকাবার চেষ্টা করে লালুর জেডিইউ। এত সব পর্বের পর শোনা যাচ্ছে ফের একবার লালু-নীতিশ শিবির এক হওয়ার চেষ্টা করছে। সূত্রের দাবি, নীতিশ শিবিরের প্রতিনিধিরা ফের একবার লালু ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দু'পক্ষের এই সাক্ষাৎকার হয় একটি ইফতার পার্টিতে। জেডিইউ ফের একবার ইউপিএ-তে প্রবেশের চেষ্টা করছে বলে খবর। এদিকে, নীতিশের সঙ্গে ঝামেলা হওয়ার পর পার্টি থেকে ছিটকে যাওয়া শরদ যাদবও কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলাতে রাজি হয়েছেন তাঁর নব গঠিত পার্টি নিয়ে।

এদিকে, একাধিক ইস্যুতে বিজেপি-জেডিইউ সুখেরসংসারে ভাঙনের ইঙ্গিত। বিহারকে স্পেশাল স্টেটাস দেওয়া, অসম সিটিজেনশিপ বিল সমতে একাধিক বিষয়ে জেডিইউ এর সঙ্গে বিরোধ বাঁধছে বিহার বিজেপি-র। এছাড়াও মোদী সরকারের দমিয়ে রাখার নীতি না পসন্দ নীতিশের। এরকম প্রেক্ষাপটে লালুর দিকে ফের ঝুঁকতে শুরু করেন নীতিশ।

তবে, নীতিশের যাবতীয় পরিকল্পনায় সম্ভবত জল ঢালতে চলেছেন লালু পুত্র তেজস্বী যদব। তেজস্বীর দাবি, বিজেপির সঙ্গে অস্বস্তিতে রয়েছেন নীতিশ। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রেসিডেন্ট ফের একবার ফিরতে চাইছেন মহাজোটে। কিন্তু সেই রাস্তা বন্ধ। লালুর আরজেডি ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আঁতাত গড়ার বিষয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। ফলে সেই জোটের মধ্যে জেডিইউকে আর রছন্দ করছে না আরজেডি। পাশাপাশি তেজস্বী এদিন বিহারের স্পেশ্যাল ইকোনমিক প্যাকেজ সহ বিভিন্ন ইস্যুতে নীতিশের নেতৃত্বাধীন বিহার সরকারকে কটাক্ষ করেন।

English summary
Nitish Kumar eyeing return to Grand Alliance, but doors are closed says Tejashwi Yadav.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X