For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ছেড়ে এবার একলা চলবে নীতীশের জেডিইউ! ঝাড়খণ্ড বিধানসভায় নয়া কৌশল

বিহারে বিজেপির সঙ্গে জোট সরকার চললেও, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে একলা চলো নীতি নিল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে তাঁরা এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Google Oneindia Bengali News

বিহারে বিজেপির সঙ্গে জোট সরকার চললেও, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে একলা চলো নীতি নিল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে তাঁরা এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার তাঁর দলের ঝাড়খণ্ড ইউনিটকে এগিয়ে দিচ্ছেন লড়াইয়ে।

একলা চলার বৈঠকে

একলা চলার বৈঠকে

ঝাড়খণ্ড জেডিইউ ইউনিটের পক্ষ থেকে একটি দল সম্প্রতি নীতীশ কুমারের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাজ্যের ৮১টি বিধানসভা আসনে প্রার্থী দেবে জেডিইউ। ঝাড়খণ্ড জেডিইউয়ের রাজ্য সভাপতি সালখান মুর্মু বলেন, ২৫ আগস্ট দল রাঁচিতে একটি বড় সম্মেলনের আয়োজন করবে।

জেডিইউয়ের দাবি

জেডিইউয়ের দাবি

জেডিইউয়ের দাবি, বিজেপি-সহ সমস্ত দল ঝাড়খণ্ডের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে জেডিইউ তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক কৌশলী তথা দলের সহ-সভাপতি প্রশান্ত কিশোরও।

বিগত ভোটে যা ফল

বিগত ভোটে যা ফল

উল্লেখ্য, এই বছরেরই নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি এবং তার সহযোগী দল অল ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়ন ৪২টি আসনে জয়ী হয়। বিজেপি ৩৭ ও এজেএসইউ ৫টি আসনে জেতে। পরে বাবুলাল মারান্দির জেভিএমপি-র আট সদস্যের মধ্যে ছয় সদস্য বিজেপিতে যোগ দেন। ফলে শাসক দলের শক্তি বেড়ে দাঁড়ায় ৪৮-এ।

English summary
Nitish Kumar decides JDU will run alone in Jharkhand assembly election. He decides not to ally with BJP also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X