For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একসঙ্গে গান্ধী ও গডসে হওয়া যায় না, জেডিইউ প্রধান নীতীশ কুমারকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

একসঙ্গে গান্ধী ও গডসে হওয়া যায় না, নীতীশ কুমারকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

  • |
Google Oneindia Bengali News

জনতা দল ইউনাইটেডের প্রাক্তন সহ-সভাপতি প্রশান্ত কিশোর কিছুদিন আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন। দল বিরোধী কাজের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল থেকে বের করে দিয়েছেন দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর এই প্রসঙ্গেই এতদিন চুপ থাকার পরে এদিন সাংবাদিক বৈঠক করে নিজের মনের কথা জানালেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর।

নীতীশকে কটাক্ষ

নীতীশকে কটাক্ষ

এদিন প্রশান্ত কিশোর নীতীশ কুমারকে আক্রমণ না করলেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি জানিয়েছেন, নীতীশের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো। তবে তিনি একই সঙ্গে গান্ধী ও গডসে দুটোই হতে পারেন না।

দলের বিরোধিতা

দলের বিরোধিতা

জাতীয় নাগরিকপঞ্জী, জাতীয় নাগরিকত্ব আইন ও এনপিআর নিয়ে দলের সঙ্গে মতপার্থক্য তৈরি হয় প্রশান্ত কিশোরের। আর সেই ঘটনার জেরেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে বেশ কিছু মন্তব্য করেন। যার পরে নীতীশ কুমার দল বিরোধী কাজের জন্য প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেন।

নীতীশকে প্রশ্ন

নীতীশকে প্রশ্ন

এদিন সরাসরি নীতীশ কুমারকে প্রশান্ত কিশোর প্রশ্ন করেছেন, আপনি কীভাবে একইসঙ্গে গান্ধী ও গডসে দুটোই হতে পারেন। বিহারের এমন একজন নেতা প্রয়োজন যিনি বলিষ্ঠ পদক্ষেপ করতে পারে। এমনই মত জানিয়েছেন প্রশান্ত কিশোর।

বিহার নিয়ে মত প্রশান্তর

বিহার নিয়ে মত প্রশান্তর

তাঁকে দল থেকে বের করা প্রসঙ্গে নীতীশ কুমারকে কোনওরকম প্রশ্ন করতে তিনি রাজি নন। প্রশান্ত কিশোর বলেছেন, আমি নীতীশজীকে অত্যন্ত সম্মান করি। তিনি কেন আমাকে দল থেকে বহিষ্কার করেছেন সেই নিয়ে আমি কোনও প্রশ্ন করব না। বরং বিহারকে দেশের প্রথম দশটি সেরা রাজ্যের মধ্যে দেখতে চান বলেও জানিয়েছেন প্রশান্ত কিশোর।

পিছিয়ে বিহার

পিছিয়ে বিহার

বিগত ১৫ বছরে বিহারে উন্নয়ন হয়েছে একথা স্বীকার করেও প্রশান্ত কিশোর জানিয়েছেন, ২০০৫ সালেও দেশের সবচেয়ে দরিদ্র রাজ্য ছিল বিহার। এখনও তাই রয়েছে। যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই দ্রুততার সঙ্গে উন্নয়ন হয়নি। এজন্য ঘুরিয়ে সেই নীতীশ কুমারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

ট্রাম্পের ভারত 'দর্শন'-এর আগে বস্তি উচ্ছেদ শুরু! দেশের ৪৫ টি পরিবারের মাথায় আচমকা 'আকাশ ভেঙে পড়ল'ট্রাম্পের ভারত 'দর্শন'-এর আগে বস্তি উচ্ছেদ শুরু! দেশের ৪৫ টি পরিবারের মাথায় আচমকা 'আকাশ ভেঙে পড়ল'

English summary
Nitish Kumar can't be Gandhi and Godse at the same time, says Prashant Kishor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X