For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশ কুমার ২৪-এর লোকসভায় ফুলপুরা থেকে লড়বেন! কেন নিচ্ছেন এমন পরিকল্পনা

সদ্যই তিনি বিজেপি-জোট ছেড়েছেন। যোগ দিয়েছেন মহাজোটে। এবং বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সি টিকিয়ে রেখেছেন।

  • |
Google Oneindia Bengali News

সদ্যই তিনি বিজেপি-জোট ছেড়েছেন। যোগ দিয়েছেন মহাজোটে। এবং বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সি টিকিয়ে রেখেছেন। তাঁর বিজেপি ছাড়ার পর থেকেই জল্পনা বাড়ছিল তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন প্রতিদ্বন্দ্বী হতে পারেন। সেই জল্পনা আরও উসকে দিল তাঁর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা।

নীতীশ কুমারকে প্রস্তাব দিয়েছেন অখিলেশ

নীতীশ কুমারকে প্রস্তাব দিয়েছেন অখিলেশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লোকসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনকী তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন উত্তরপ্রদেশের ফুলপুরা থেকে। খোদ সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এই প্রস্তাব দিয়েছেন। যদিও নীতীশ কুমারের দলের সর্বভারতীয় সভাপতি রাজীবরঞ্জন ওরফে লালন সিং এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

আসন্ন লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে

আসন্ন লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আসন্ন লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে সম্প্রতি বিরোধী শিবিরকে এক ছাতার তলায় আনতে কোমর বেঁধেছেন। কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন তিনি। এবার বিজেপিকে রুখতে তিনি নিজে দাঁড়াতে চাইছেন ভোটে।

জনতা দলের পুরনো সঙ্গীরা এক হতে চাইছেন

জনতা দলের পুরনো সঙ্গীরা এক হতে চাইছেন

সম্প্রতি বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন নীতীশ কুমার। তারপরেই তিনি সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন। বৈঠক করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গেও। তিনিই প্রয়াগরাজের ফুলপুর আসন থেকে নীতীশকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। এভাবেই বৃহত্তর স্বার্থে জনতা দলের পুরনো সঙ্গীরা এক হতে চাইছেন।

সপা, জেডিইউ ও আরজেডি এক হয়ে লড়তে চায়

সপা, জেডিইউ ও আরজেডি এক হয়ে লড়তে চায়

পুরনো জোট সঙ্গীকে সবক শেখাতে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডকে পাখির চোখ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এই তিন রাজ্যেই পুরনো জনতা দলের বহু কর্মী সমর্থক রয়েছেন। জনতা দল টুকরো টুকরো হওয়ার পর তাদের অনেকেই বিজেপিতে নাম লিখিয়েছেন। তাদের বিজেপি থেকে বের করে আনাই মূল লক্ষ্য নীতীশের। আর তা করতে পারে তিন জনতা দল- সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড ও রাষ্ট্রীয় জনতা দলের এক হওয়া।

বিজেপির সঙ্গে নতুন কোনও সম্পর্কে যাবেন না নীতীশ

বিজেপির সঙ্গে নতুন কোনও সম্পর্কে যাবেন না নীতীশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য সাফ জানিয়েছেন তিন মোদী বিরোধী মুখ হতে চান না। তবে তিনি ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কেন? এ প্রসঙ্গে রাজনৈতিক মহল মনে করছে, তিনি ভোটে দাঁড়াতে চাইছেন, কারণ তিনি প্রমাণ দিতে চান তিনি সত্যিই আর নতুন কোনও সম্পর্কে যাবেন না। সে জন্যই তিনি লোকসভা ভোটে লড়তে চাইছেন। তাঁর সেই মনোভাব জানার পরই সমাজবাদী পার্টির তরফে ফুলপুর আসন থেকে লড়ার প্রস্তাব দিয়েছেন। এর পাশাপাশি তিনি আম্বেদকরনগর ও মির্জাপুর আসন থেকেও ভোটে লড়তে পারেন বলে ভাবনা-চিন্তা করছেন।

English summary
Nitish Kumar can fight from Fulpur of Uttar Pradesh in 2024 Lok mSabha Election but Why.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X