For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে মোহভঙ্গ নীতীশের! রামনবমীর হিংসায় ফের পরিবর্তনের বার্তা বিহারে

রামনবমীর জেরে বাংলার পাশাপাশি বিহারও গোষ্ঠীসংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। আর এই পরিস্থিতিতে বিহারে ঘোর বিপাকে পড়তে চলেছে বিজেপি।

Google Oneindia Bengali News

রামনবমীর জেরে বাংলার পাশাপাশি বিহারও গোষ্ঠীসংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। আর এই পরিস্থিতিতে বিহারে ঘোর বিপাকে পড়তে চলেছে বিজেপি। বিজেপিকে নিয়ে ফের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মোহভঙ্গ হওয়ার জোগাড় হয়েছে। নীতীশকুমার পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন, বিজেপির এই সংঘর্ষ বাধানোর রাজনীতি তিনি ভালো চোখে দেখছেন না। তিনি বিজেপিকে বার্তা দিয়েই দিয়েছেন। আর সেই বার্তায় ২০১৯-এর আগে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

বিজেপিতে মোহভঙ্গ নীতীশের! রামনবমীর হিংসায় ফের পরিবর্তনের বার্তা বিহারে

[আরও পড়ুন:ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ][আরও পড়ুন:ধাক্কা খেয়েও অঙ্গে জোট রক্ষার বার্তা, বঙ্গে মমতার সমালোচনায় মুখর শাহনওয়াজ]

বিহারের রামনবমীতে গোষ্ঠী সংঘর্ষের পিছনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জোট-শরিক বিজেপির দিকে আঙুল তুলেছেন। কুণ্ঠা না করেই তিনি জানিয়ে দিয়েছিলেন, গোষ্ঠী সংঘর্ষের পিছনে বিজেপির হাত রয়েছে বলে প্রমাণ উঠে আসছে। তিনি বলেন, যাঁদের আটক করা হয়েছে, তাঁদের বেশিরভাগই আরএসএস ও বজরং দলের সদস্য। এই পরিস্থিতিতে দাঙ্গাবাজদের নিয়ে একসঙ্গে পথ চলা যাবে না।

রাজনৈতিক মহল মনে করছে, তিনি তাঁর এই মন্তব্য দিয়েই কড়া বার্তা দিয়েছেন বিজেপিকেই। তারপর এদিন বিহারের গোষ্ঠীসংঘর্ষে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ছেলেকে। বিজেপির মন্ত্রীর ছেলের গ্রেফতার হওয়াকেও বিজেপিকে আরও এক বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে জাতীয় রাজনীতিতে যে বিজেপি বিরোধী জোট হাওয়া চলছে, সেই পরিস্থিতিতে নীতীশের বার্তা বিজেপির কাছে সিঁদুরে মেঘ হিসেবেই দেখা দিয়েছে।

এই কারণেই বিজেপির সংখ্যালঘু মুখ শাহনওয়াজ হোসেন এদিন বিহারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জোট-বার্তা দিয়েছেন। আসানসোলের দাঙ্গাবিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে একই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন তিনি। কিন্তু তবু বিহারে বিজেপির সংকট লুকিয়ে রাখা যাচ্ছে না। নীতীশের সুর মিলে যাচ্ছে কংগ্রেস ও আরজেডির সঙ্গে। এরপর বিহারে ফের আরজেডি-কংগ্রেস-জেডিইউয়ের মহাজোটবন্ধন অসম্ভব নয়।

[আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ][আরও পড়ুন:মমতার মাস্টারস্ট্রোকে অমিতের সফরে দাঁড়ি! ধাক্কা খেল বিজেপির পঞ্চায়েত পরিকল্পনা ]

English summary
Nitish Kumar, Bihar CM can leave BJP’s alliance after ramnavami’s violence. He gives message to BJP to arrest son of central minister in violence of Ramnavami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X