For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতিভিত্তিক আদমশুমারি নিয়ে তেজস্বী যাদবকে সমর্থন নীতীশ কুমারের, চাপে বিজেপি

জাতিভিত্তিক আদমশুমারি নিয়ে তেজস্বী যাদবকে সমর্থন নীতীশ কুমারের, চাপে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

এবার বিহারে প্রবল চাপে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার ঘোষণা করেছেন, জাতিভিত্তিক আদমশুমারি প্রসঙ্গে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে। বহুদিন ধরেই এই আদমশুমারির পক্ষে সওয়াল করছিলেন বিরোধী নেতা তেজস্বী যাদব। আজ সেই দাবিকেই যেন মান্যতা দিলেন নীতীশ৷

জাতিভিত্তিক আদমশুমারি বিহারের দীর্ঘদিনের দাবি!

জাতিভিত্তিক আদমশুমারি বিহারের দীর্ঘদিনের দাবি!

স্বাধীনতার পর থেকেই বিহারে নির্বাচনের অন্যতম ইস্যু থাকে জাতিভিত্তিক উন্নয়ন। রাজ্যে বিভিন্ন জাতির মানুষজন বসবাস করায় তাদের প্রত্যেকের দাবি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে ভোটের রাজনীতিতে। সম্প্রতি দাবি উঠেছে, জাতিভিত্তিক আদমশুমারি করতে হবে। অর্থাৎ কোন জনজাতির কতজন নাগরিক রয়েছেন, তার তথ্য থাকবে সরকারের কাছে। বিরোধী নেতা তেজস্বী যাদব এই দাবি তুলেছেন। এর বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে বিজেপিকে।তবে এবার যেন সেই দাবিকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জোটসঙ্গী বিজেপির মনে ভয় ধরিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন তিনি৷ আগামী ২৭ মে তারিখে ওই বৈঠক হওয়ার কথা৷

কী বললেন নীতীশ কুমার?

কী বললেন নীতীশ কুমার?

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, ' আমরা একটি সর্বদলীয় বৈঠক ডাকব। জাতিভিত্তিক আদমশুমারি নিয়ে কোন দলের কী মতামত তা জানতে চাওয়া হবে৷ রাজ্যের মন্ত্রিসভার সামনেও এই বিষয়টি পেশ করা হবে৷ আমরা কিছু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি ২৭ তারিখ বৈঠক আয়োজন নিয়ে। তবে এখনও তাদের উত্তর পাওয়া যায়নি৷ আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি। চুড়ান্ত সিদ্ধান্তের পর তা নিয়ে মন্ত্রিসভা আলোচনা করবে।'

তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ নীতীশের!

তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ নীতীশের!

কিছুদিন আগেই জাতিভিত্তিক আদমশুমারি নিয়ে হুমকি দিয়ে রেখেছেন বিরোধী নেতা তেজস্বী যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র বলেছিলেন, এই ইস্যু নিয়ে তিনি দিল্লি অবধি আন্দোলন করবেন৷ এরপরই বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে তেজস্বীর সঙ্গে দেখা করেন নীতীশ কুমার৷

হিটলার-স্ট্যালিনের থেকেও খারাপ মোদী! কেন্দ্রীয় এজেন্সির স্বায়ত্বশাসনের দাবি মমতার হিটলার-স্ট্যালিনের থেকেও খারাপ মোদী! কেন্দ্রীয় এজেন্সির স্বায়ত্বশাসনের দাবি মমতার

English summary
Nitish Kumar backs Tejaswi Yadav over caste-based census, BJP under pressure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X