For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরকার হলেই বিজেপির হাত ধরবে জেডিইউ, জারি প্রশান্ত কিশোর নীতিশ কুমার বাকযুদ্ধ

Google Oneindia Bengali News

রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর এক অদ্ভুত অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে নীতিশ কুমার এখনও তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। যখন আবার দরকার পরবে তিনি ঠিক আবার রঙ বদলে নিয়ে বিজেপির হাত ধরে নেবেন। জেডিইউ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাঁরা বলছেন এগুলি ভুল কথা।

বিজেপি বিরোধী জোট গড়ছে না

বিজেপি বিরোধী জোট গড়ছে না

প্রশান্ত কিশোর বলেছেন যে, "যারা ভাবছেন যে নীতিশ কুমার দুরন্ত ভাবে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার চেষ্টা করছে তাঁরা একদম ভুল ভাবছেন। উনি আসলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে ঠিক নিজের জায়গা করে রেখেছেন। ওনার ভালো মত যোগাযোগ আছে গেরুয়া পার্টির সঙ্গে। সবী তলায় তলায় হচ্ছে। উনি ওনার দলের সাংসদ এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ জি'র মাধ্যমে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছেন।"

 বিজেপির সঙ্গে কাজ

বিজেপির সঙ্গে কাজ

তিনি এও বলেছেন যে ঠিক এই কারণেই রাজ্যসভার পোস্ট থেকে হরিবংশকে পদত্যাগ করতে বলা হয়নি। তিনি বলেব, "যখনই কোনও সমস্যা হবে নীতিশ কুমার সব জোট ভুলে যাবে। চট করে গিয়ে বিজেপির হাতটা ধরে ফেলবেন। তারপর সুন্দর ভাবে ওঁদের সঙ্গে কাজ করা শুরু করবেন।"

 জেডিইউ

জেডিইউ

তবে জেডিইউ প্রশান্ত কিশোর এবং তাঁর মুখপাত্র কেসি ত্যাগির কথা নস্যাত করে দিয়ে বলেছে যে বিহারের মুখ্যমন্ত্রী জনসমক্ষে বলেছেন যে তিনি আর কখনও বিজেপির হাত ধরবেন না। আমরা সম্পূর্ণ ভাবে ওনার এই দাবি প্রত্যাখান করছি। এটা বিভ্রান্তিকর কথাবার্তা। এগুলো ইচ্ছাকৃতভাবে মানুষের মনে ধন্ধ তৈরি করার চেষ্টা ছাড়া আর কিছু নয়।

 বাকযুদ্ধ

বাকযুদ্ধ

সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেন, প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করছেন। এই প্রসঙ্গে প্রশান্ত কিশোর সাংবাদিকদের বলেন, নীতীশ কুমার একদিকে যেমন বলছেন, আমি বিজেপির সঙ্গে কাজ করছি। আবার তিনি বলছেন, আমি তাঁকে কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে বলেছি। যদি আমি বিজেপির জন্য কাজ করি, সেক্ষেত্রে কংগ্রেসকে শক্তিশালী করার কথা ভাববো কেন। এরপরেই প্রশান্ত কিশোর নীতীশ কুমারকে কটাক্ষ করেন।

English summary
prashant kishre said nitish kept touch with bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X