For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুঙ্কার সমাবেশ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দার আগাম সতর্কতায় পাত্তা দেননি নীতিশ

Google Oneindia Bengali News

হুঙ্কার সমাবেশ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দার আগাম সতর্কতায় পাত্তা দেননি নীতিশ
পাটনা, ২৮ অক্টোবর : পাটনায় বিজেপির হুঙ্কার সমাবেশে নিরাপত্তা নিয়ে বিহার সরকারের গাফিলতির অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম জাতীয় রাজনীতি। রবিবার পাটনা বিস্ফোরণ নিয়ে গোয়েন্দাসূত্রে আগাম কোনও তথ্য ছিল না। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার এই দাবী করলেও রবিবার হুঙ্কার সমাবেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর আগেই বিহার পুলিশকে সতর্ক করেছিল বলে জানা যায় সোমবার। আর তাতেই নয়া বিতর্কের মুখে নীতিশ সরকার। জানা সত্ত্বেও কেন গা করেনি বিহার সরকার? আগামী সতর্কতা দেওয়া সত্ত্বেও কেন সে বিষয়টি অস্বীকার করলেন নীতিশ? কেনই বা বিহার প্রশাসনের তরফে এদিনের সমাবেশ ঘিরে অতিরিক্ত সতর্কতা নেওয়া হল না? এমন বহু প্রশ্নের তোপের মুখে পড়তে হচ্ছে নীতিশ সরকারকে।

সূত্রের খবর অনুযায়ী, হুঙ্কার সমাবেশে যে হামলা হতে পারে তা নিয়ে গত ২৩ অক্টোবরই গোয়েন্দা দফতরের তরফে বিহার পুলিশকে লিখিতভাবে জানানো হয়। সবকিছু জানা সত্ত্বেও বিহার সরকারের তরফে ইচ্ছাকৃতভাবে মোদীর জনসভার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়নি বলে অভিযোগ বিজেপির।

বুদ্ধগয়া মহাবিহারে বিস্ফোরণের পর পাটনায় ধারাবাহিক বিস্ফোরণ। গত তিন মাসের মধ্যে দুটি নাশকতামূলক ঘটনা বিহারের আইন-শৃঙ্খলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল। সেই প্রশ্নকেই আরও জোরদার করল রবিবার মোদীর সমাবেশের আগে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণ। এই অভিযোগকে উড়িয়ে বিস্ফোরণের দিন ও সময় নিয়ে প্রশ্ন তোলেন নিতীশ। তবে নীতিশের কোনও দাবীই মানতে নারাজ বিজেপি। নীতিশের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের দাবী প্রথম থেকেই মোদীর নিরাপত্তা নিয়ে ঢিলেঢালা মনোভাব দেখিয়েছে বিহার সরকার। এদিকে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। হুঙ্কার সমাবেশে হামলার আশঙ্কার কথা গোয়েন্দাসূত্রে জানতে পেরেও ইচ্ছাকৃতভাবে বিহার প্রশাসন তা এড়িয়ে গিয়েছে কি না প্রশ্ন উঠেছে তা নিয়েও।

English summary
Nitish ignored specific IB inputs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X