For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় মোদীর দেখানো পথেই এগোচ্ছে বিহার, বাড়ি বাড়ি স্ক্রিনিংয়ের নির্দেশ নীতীশের

করোনা ভাইরাসের মোকাবিলায় মোদীর দেখান পথেই এগোচ্ছে বিহার। সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিংয়ের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের মোকাবিলায় মোদীর দেখান পথেই এগোচ্ছে বিহার। সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিংয়ের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রত্যেক জেলায় পাড়ায় পাড়ায় এই স্ক্রিনিং করার নির্দেশ দিয়েছেন নীতীশ। ১৬ এপ্রিল থেকে পর্যায়ে পর্যায়ে শুরু হবে প্রক্রিয়া।

বাড়ি বাড়ি স্ক্রিনিং

বাড়ি বাড়ি স্ক্রিনিং

করোনা ভাইরাসের মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করানোর সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। প্রত্যেক জেলায় বাড়ি বাড়ি গিয়ে করোনার স্ক্রিনিং করানোর জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ১৬ তারিখ থেকেই পর্যায়ে পর্যায়ে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। প্রথমেই সিওয়ান, বেগুসরাই, নালন্দা, নওয়াদা জেলায় বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কারা বাইরে থেকে ঘরে ফিরেছেন তার তথ্য সংগ্রহ করে স্ক্রিনিং চলবে।

 বিহারে বাড়ছে সংক্রমণ

বিহারে বাড়ছে সংক্রমণ

বিহারে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৬৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। ৭,৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৭,৭১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পিপিই সরবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গুজব মোকাবিলায় আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 করোনা চেন সংক্রমণ ভাঙার চেষ্টা

করোনা চেন সংক্রমণ ভাঙার চেষ্টা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২৮ দিন সবচেয়ে গুরুত্ব পূর্ণ। এই ২৮ দিনের মধ্যে করোনা ভাইরাসের হটস্পটগুলিতে একটি সংক্রমণ আটকানো গেলে ভাঙা যাবে চেন সংক্রমণ। তারজন্য সব রাজ্যগুলিকেই লকডাউন রক্ষায় কড়া হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

English summary
Nitish government in Bihar going to do door-to-door screening for coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X