For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনপিআরের পুরনো ছকেই কাজ হবে, কেন্দ্রকে জানিয়ে দিলেন নীতীশ কুমার

এনপিআরের পুরনো ছকেই কাজ হবে কেন্দ্রকে জানিয়ে দিলেন নীতীশ

Google Oneindia Bengali News

এনপিআর নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আবারও সচেতন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এনপিআর চালু হবে ঠিকই তবে তা পুরনো নিয়মোই করতে হবে। নতুন কোনও প্রশ্ন তাতে যোগ করা যাবে। কেন্দ্রকে বুঝিয়ে দিলেন নীতীশ। তবে সিএএ নিয়ে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

পুরনো ফরম্যাটেই এনপিআর চান নীতীশ

পুরনো ফরম্যাটেই এনপিআর চান নীতীশ

এনপিআর চলে আসছে ২০১২ সাল থেকে। তাই সেটা নিয়ে আপত্তি জানানোর কিছু নেই। যেগুলিতে সমস্যা তৈরি হচ্ছে সেটা নতুন কিছু প্রশ্ন যুক্ত করেছে কেন্দ্রে। বাবা-মায়ের জন্মতারিখ দিতে বলা হচ্ছে। তাতেই সমস্যা তৈরি হচ্ছে। তাই পুরনো ফরম্যাটেই এনপিআর করার কথা বলেছেন নীতীশ।

এনআরসি হবে না বিহারে

এনআরসি হবে না বিহারে

বিহারে এনআরসি কার্যকর করা হবে না বলে জানিয়ে দিয়েছেন নীতীশ কুমার। এদিন তিনি জানিয়েছেন এনআরসি যে বিহারে চালু হবে না সেকথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির সভায় জানিয়েছিলেন। তিনি দিল্লিতে বলেছিলেন গোটা দেশে এনআরসি চালু করার কোনও পরিকল্পনা সরকারের নেই।

সিএএ নিেয় মন্তব্য নারাজ

সিএএ নিেয় মন্তব্য নারাজ

সিএএ এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই সেটা নিয়ে মুখ খুলতে চাননি নীতীশ কুমার। তিনি বলেছেন এই নিয়ে যদি কারোর কোনও আপত্তি থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে জানান। এদিকে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিএএ নিয়ে জবাব তলব করেছে শীর্ষ আদালত।

'অর্থনীতির কোনও জ্ঞান নেই প্রধানমন্ত্রীর', নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর 'অর্থনীতির কোনও জ্ঞান নেই প্রধানমন্ত্রীর', নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর

English summary
Nitis Kumar ask center to work with old format of NPR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X