For Quick Alerts
For Daily Alerts
কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়করি করোনা পজিটিভ
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি করোনা পজিটিভ। অমিত শাহের পর আরও এক কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নিতিন গড়করি। আর তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর এদিন তিনি নিজেই টুইটারে জানিয়েছেন। আপাতত তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, তিনি মঙ্গলবার থেকেই অসুস্থতা বোধ করছিলেন। মঙ্গলবারই তাঁর দুর্বল লাগতে শুরু করে। এরপরই তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তখনই কোভিড টেস্টিং এর কথা বলা হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। এরপর তাঁর টেস্ট করে দেখা যায়, নিতিন গড়করি করোনা পজিটিভ।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী এক টুইটে নিজের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সঙ্গে সঙ্গেই তিনি সচেতনতারও বার্তা দেন। তিনি বলেন, যাঁরা এতদিন তাঁর কাছাকাছি ছিলেন, বা তাঁর সংযোগে রয়েছেন, তাঁরা যেন উপযুক্ত স্বাস্থ্য বিধি মেনে চলেন।