For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিমদের জন্য অনেক দেশ রয়েছে, হিন্দুদের জন্য কোনও দেশই নেই! বিজেপির মন্ত্রীর কথায় জল্পনা

অমুসলিমদের জন্য সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের পর এর আগে অমিত শাহ বার্তা দিয়েছিলেন ভারতকে হিন্দু রাষ্ট্র রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

অমুসলিমদের জন্য সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়েছিলেন ভারতকে হিন্দু রাষ্ট্র রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বিজেপি। তাঁর বিবৃতির পরই আর এক বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়কড়ি সওয়াল করলেন হিন্দু রাষ্ট্রের পক্ষেই। আরএসএসের চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে তিনি এই মত পোষণ করেন।

নাগরিকত্ব আইন এ দেশে চালু করা জরুরি

নাগরিকত্ব আইন এ দেশে চালু করা জরুরি

সম্প্রতি নাগরিকত্ব সংশোধন আইন প্রণয়ন হয়েছে দেশে। ধর্মের ভিত্তিতে এই আইন প্রণয়ন মেনে নিতে চাইছে্ন না দেশের অনেকেই। এই অবস্থায় বিরোধী দল থেকে শুরু করে ছাত্র সমাজ আন্দোলনে সামলি তখন কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়কড়ি সাপ জানালেন, নাগরিকত্ব আইন এ দেশে চালু করা জরুরি।

হিন্দুদের জন্য নির্দিষ্ট কোনও দেশ নেই

হিন্দুদের জন্য নির্দিষ্ট কোনও দেশ নেই

তাঁর যুক্তি, সারা পৃথিবীতে হিন্দুদের জন্য নির্দিষ্ট কোনও দেশ নেই। মুসলিমদের জন্য অনেক দেশ রয়েছে। হিন্দুদের জন্য যদিওবা একটা মাত্র দেশ ছিল, সেই নেপালও এখন মুসলমান দেশে রূপান্তরিত হয়েছে। এই অবস্থায় তিনি প্রশ্ন তোলেন, তাহলে হিন্দুরা কোথায় যাবেন? শিখরা কোথায় যাবেন?

মুসলমানদের জন্য অনেক দেশে রয়েছে

মুসলমানদের জন্য অনেক দেশে রয়েছে

তিনি বলেন, মুসলমানদের জন্য অনেক দেশে রয়েছে, সেখানে মুসলিমরা নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু হিন্দুদের জন্য যেহেতু দেশ নেই, সেহেতু হিন্দুদের জন্য ভারতকে হিন্দুরাষ্ট্র বানানো দরকার। এই যে নাগরিকত্ব আই চালু হয়েছে, তা অত্যন্ত যুক্তিযুক্ত। তবে এ দেশীয় মুসলিমদের কোনও ভয় নেই।

সরকার কখনও বিভাজনের পক্ষে নয়

সরকার কখনও বিভাজনের পক্ষে নয়

তিনি বলেন, বিরোধীরা অহেতুক ভয় দেখাচ্ছে। নাগিরকত্ব আইন নিয়ে মিথ্যা প্রচার করছে। আমাদের দল এবং আমাদের সরকার কখনও বিভাজনের পক্ষে নয়। আমরা এসব নিয়ে রাজনীতিও করছি না। আমি শুধু যুক্তির কথা বললাম। আমরা অনুপ্রবেশকারীদের বরদাস্ত করব না।

অমিত শাহের মুখে পরস্পর বিরোধী কথা

অমিত শাহের মুখে পরস্পর বিরোধী কথা

এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সাফ জানিয়ে ছিলেন, বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে দেখতে চায় না। আরএসএসের দীর্ঘদিনের অ্যাজেন্ডা ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। সেই অ্যাজেন্ডা থেকে বেরিয়ে বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে পরস্পর বিরোধী কথা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

‘হিন্দুস্থানে যাঁরা বাস করত তাঁরা সবাই হিন্দু’

‘হিন্দুস্থানে যাঁরা বাস করত তাঁরা সবাই হিন্দু’

এখানে উল্লেখ্য, বিজেপির পথপ্রদর্শক হিসেবে পরিচিত আরএসএস। তারা বিশ্বাস করে, হিন্দুস্থানে যাঁরা বাস করত তাঁরা সবাই হিন্দু। পরে তাঁদের জোর করে ধর্মান্তরিত করা হয় বা তাঁরা স্বেচ্ছায় ধর্মান্তিরিত হন। অর্থাৎ তাদের মতে, ভারতীয় মুসলিমরাও এককালে হিন্দু ছিলেন। সংঘের এই মতবাদকে স্বীকৃতি দেয়না ভারতীয় সংবিধান।

ভারতীয় সংবিধান মেনেই অমিত বার্তা

ভারতীয় সংবিধান মেনেই অমিত বার্তা

এদিন অমিত শাহ বলেন, বিজেপি ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় সংবিধান অনুসরণ করে। তাঁদের সরকারও তা মেনে চলে। মুসলিমদের প্রতি তাঁদের কোনও বিদ্বেষ নেই। তিনি ফের অভয় দিয়ে বলেন, এ দেশের কোনও নাগরিককে ভয় পাওয়ার কিছু নেই। আমরা সংখ্যালঘুদের জন্য বিশেষ ব্যবস্থা করব।

English summary
Union Minister Nitin Gadkari says many countries have for Muslim but no any for Hindu. Amit Shah says BJP does not see India as a Hindu Rashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X